বাংলা বিনোদন জগতে দীর্ঘদিন ধরে নীরবে কাজ করে যাওয়া টেকনিশিয়ান ও কলাকুশলীদের সম্মান জানাতে এবার ঐতিহাসিক পদক্ষেপ নিল ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের ভাবনায় জন্ম নিয়েছে এই নতুন প্রয়াস— ‘উৎকর্ষ সম্মান’। আগামী ১৪ ডিসেম্বর টেকনিশিয়ান স্টুডিয়োতে আয়োজিত হবে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
যে সমস্ত সিনেকর্মী আলো, সাউন্ড ডিজাইন, আর্ট সেটিং-এর মতো গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই লোকচক্ষুর আড়ালে থাকা বিভাগগুলিতে অক্লান্ত পরিশ্রম করেন, মূলত তাঁদেরকেই এই মঞ্চে স্বীকৃতি দেওয়া হবে। ফেডারেশনের ৫৬ বছরের ইতিহাসে এটিই প্রথম এহেন উদ্যোগ। ফেডারেশনের অন্তর্ভুক্ত মোট ২৭টি গিল্ডের অসংখ্য সিনেকর্মীর অবদানকে মর্যাদা দেওয়াই এই ‘উৎকর্ষ সম্মান’-এর মূল লক্ষ্য।
ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস জানান, “যাঁদের অক্লান্ত পরিশ্রমে ইন্ডাস্ট্রি এত ভালো ভালো কাজ করতে পারে, তাঁরা কখনও পাদপ্রদীপের নীচে আসতে পারেন না। আমরা এক বছর আগে থেকেই তাঁদের সম্মান জানানোর কথা ভাবছিলাম। এবার তা করতে চলেছি।”
বিতর্ক কাটিয়ে সুবিধার বন্যা:
সম্প্রতি ফেডারেশনকে কেন্দ্র করে তৈরি হওয়া নানা বিতর্ক ও মামলা-মোকদ্দমার চাপানউতোর কাটিয়ে এখন ইতিবাচক দিকে এগোচ্ছে ইন্ডাস্ট্রি। ফেডারেশন কর্মীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির দিকে জোর দিয়েছে। ছোটপর্দার কর্মীদের জন্য ৩০ শতাংশ এবং বড়পর্দার টেকনিশিয়ানদের জন্য ৩৩ শতাংশ পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও, সিনেমায় কাজের সময়সীমা বৃদ্ধি হওয়ায় টেকনিশিয়ানদের স্বস্তি মিলেছে।
শুধুমাত্র পারিশ্রমিক বৃদ্ধিই নয়, কর্মীদের কাজের পরিবেশ উন্নত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে— যার মধ্যে রয়েছে উন্নত মানের পুষ্টিকর খাবার, প্রতিটি স্টুডিয়োতে ক্যান্টিনের ব্যবস্থা এবং মহিলাদের জন্য পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচাগার।
তবে সবচেয়ে বড় পদক্ষেপটি হল টেকনিশিয়ানদের মানসিক স্বাস্থ্য রক্ষায় বিশেষ ব্যবস্থা। মানসিক অবসাদজনিত কারণে যেন কেউ ভুল পথে চালিত না হন, সেই কারণে মাসে তিন দিন মনোরোগ বিশেষজ্ঞরা টেকনিশিয়ান স্টুডিয়োতে আসবেন। কলাকুশলীরা তাঁদের কাছে নিজেদের মনের কথা খুলে বলতে পারবেন এবং সঠিক দিশা খুঁজে নিতে পারবেন। ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে গঠিত হয়েছে একটি ত্রিপক্ষীয় কমিটি এবং একটি পৃথক পর্যবেক্ষণ কমিটিও।