জাকির হুসেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু ‘স্বরসম্রাট ফেস্টিভ্যাল’! ১৩ বছরে পা দিল দেশের অন্যতম সেরা রাগ-সঙ্গীতের উৎসব

দেশের অন্যতম সেরা রাগ-সঙ্গীতের উৎসব ‘স্বরসম্রাট ফেস্টিভ্যাল’ এবার ১৩ বছরে পা রাখল। উস্তাদ জাকির হুসেনকে শ্রদ্ধা নিবেদন, মন-মাতানো যুগলবন্দি এবং অভিনব পরিবেশনার মেলবন্ধনে সেজে উঠবে এবারের তিনদিনের এই উৎসব।ফেস্টিভ্যালের তারিখ ও স্থান:১২, ১৩ এবং ১৪ ডিসেম্বরনজরুল মঞ্চ, কলকাতাপ্রতিবছর এই উৎসবের আয়োজন করেন সরোদশিল্পী পদ্মশ্রী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এবং তাঁর পরিবার, ‘শ্রী রঞ্জনী ফাউন্ডেশন’-এর তত্ত্বাবধানে। এই উৎসবের নামকরণ করা হয়েছে তেজেন্দ্র নারায়ণের গুরু স্বরসম্রাট আলি আকবর খানের নামে।পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার বলেন, তাঁর গুরু আলি আকবর খান কী মাপের শিল্পী, তা পরিমাপ করার ক্ষমতা তাঁর নেই। তিনি চান, ওঁর নামে এই উৎসব রাগ সঙ্গীতের প্রচার করুক। তিনি জোর দিয়ে বলেন,”স্বরসম্রাট ফেস্টিভ্যাল শুধুমাত্র দিকপাল শিল্পীদের নিয়ে অনুষ্ঠান করে না, নবীন প্রতিভাদের সব সময় সুযোগ দিয়ে এসেছে… আমার ধ্রুব বিশ্বাস এই নবীন শিল্পীরাই একদিন দিকপাল হয়ে উঠবে।”তিনি আরও জানান, গত বছর স্বরসম্রাট ফেস্টিভ্যালের যে দিন উস্তাদ জাকির হোসেনের বাজানোর কথা ছিল, সেদিনই তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তাই এবারের উৎসবে উস্তাদ জাকির হোসেনকে বিশেষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।এবারের উৎসবের বিশেষ আকর্ষণ:তিনদিনের এই অনুষ্ঠানে দেশের প্রাজ্ঞ পণ্ডিত-উস্তাদ এবং নবীন শিল্পীরা এক মঞ্চে আসবেন। উল্লেখযোগ্য আকর্ষণগুলি হল:পরিবেশনার ধরণশিল্পীর নামবিশেষত্বশ্রদ্ধাঞ্জলি পরিবেশনাউস্তাদ তফিক কুরেশি (ডিজেম্বে), পণ্ডিত বিক্রম ঘোষ (তবলা), পণ্ডিত রাকেশ চৌরাশিয়া (বাঁশি)উস্তাদ জাকির হুসেনকে শ্রদ্ধা জ্ঞাপনসেতার-সরোদ যুগলবন্দিসমন্বয় সরকার (সেতার) ও অভিষেক লাহিড়ি (সরোদ)ঐতিহ্যবাহী যন্ত্রের যুগলবন্দিনৃত্য যুগলবন্দিপণ্ডিত রাজেন্দ্র গঙ্গানি (কত্থক) ও বিদুষী রমা বৈদ্যানাথন (ভারতনাট্যম)কত্থক-ভারতনাট্যম যুগলবন্দিকণ্ঠের যুগলবন্দিপণ্ডিত জয়তীর্থ মেভুন্দি (হিন্দুস্থানি) ও অভিষেক রঘুরাম (কর্ণাটকী)হিন্দুস্থানি-কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের ফিউশনসমবেত পরিবেশনাকবিতা কৃষ্ণমূর্তি (কণ্ঠশিল্পী), সুজাতা মহাপাত্র (ওড়িশি নৃত্য), তন্ময় বোস (তবলা)সম্ভবত ভারতে এই ধরনের পরিবেশনা এই প্রথমশেষ দিনের চমক:উৎসবের শেষ দিনে চমক হিসেবে থাকছে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার (সরোদ) এবং পন্ডিত স্বপন চৌধুরীর (তবলা) যুগলবন্দি অনুষ্ঠান। এছাড়া, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণের ছাত্ররা তাঁর সুযোগ্য পুত্র ইন্দ্রায়ুধ মজুমদারের পরিচালনায় এক মনোগ্রাহী অনুষ্ঠান পরিবেশন করবেন।শীতের সন্ধ্যায় এই ধ্রুপদী সঙ্গীতের ওমে কলকাতা শহর মাতবে বলে আশা করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy