ছিঃ! কে-পপ নকল করতে গিয়ে এ কী হাল নেহা কক্করের? নতুন গান ‘ক্যান্ডি শপ’ দেখে রে-রে করে উঠল নেটপাড়া

ভেবেছিলেন বছরের শেষে ধামাকা করবেন, কিন্তু হলো ঠিক উল্টোটা! ২০২৫-এর সেরা গান উপহার দিতে গিয়ে নেটিজেনদের তীব্র রোষের মুখে পড়লেন বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর। ভাই টনি কক্করের সঙ্গে তাঁর নতুন মিউজিক ভিডিও ‘ক্যান্ডি শপ’ (Candy Shop) মুক্তি পেতেই শুরু হয়েছে ছিঃ ছিঃ কার।

১৫ ডিসেম্বর মুক্তি পাওয়া এই গানটিতে নেহা ও টনিকে দেখা গিয়েছে অদ্ভুত সাজগোজ এবং অঙ্গভঙ্গিতে। নেটিজেনদের দাবি, গানটির কথা অত্যন্ত সস্তা এবং নাচের মুদ্রাগুলোতে রয়েছে কুরুচিপূর্ণ ইঙ্গিত। অভিযোগ উঠেছে, নিজেকে ‘সেক্সি’ এবং ‘হট’ দেখানোর মরিয়া চেষ্টা করতে গিয়ে নেহা কার্যত সুরুচির সীমা ছাড়িয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় তুলে এক নেটিজেন লিখেছেন, “নেহা নিজেকে কোরিয়ান কুইন ভাবছেন, কিন্তু পুরো বিষয়টাই অসহ্য লাগছে।” অন্য একজনের মতে, “৭-৮ বছর আগে নেহার গান চার্টে রাজ করত, আর এখন তিনি নিজেকে ঢিনচ্যাক পূজার লেভেলে নামিয়ে এনেছেন।” টনি কক্করকেও রেয়াত করেনি নেটপাড়া। ২ মিনিটের গানে একই শব্দ ১০০ বার বলা নিয়ে বিদ্রুপে ভরে গিয়েছে কমেন্ট বক্স।

ভজন গেয়ে সঙ্গীতজীবন শুরু করা নেহা আজ বলিউডের প্রথম সারির গায়িকা এবং রিয়েলিটি শো-এর বিচারক। কিন্তু ইদানীং তাঁর ‘টেস্ট’ নিয়ে প্রশ্ন উঠছে। কয়েক মাস আগেই মেলবোর্ন কনসার্টে ৩ ঘণ্টা দেরিতে পৌঁছানো এবং মঞ্চে কান্নাকাটি করা নিয়ে ট্রোলড হয়েছিলেন তিনি। এবার ‘ক্যান্ডি শপ’ যেন সেই বিতর্কের আগুনে ঘি ঢালল।

অনেকেই প্রশ্ন তুলেছেন, “নেহা কক্করের কি মাথা খারাপ হয়ে গিয়েছে? কে-পপ ভাইব দিতে গিয়ে তিনি আসলে কী করছেন?” ভিউ বাড়লেও নেহার এই নতুন গান যে তাঁর ইমেজে বড়সড় ধাক্কা দিয়েছে, তা বলাই বাহুল্য।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy