আগামী ২ নভেম্বর বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের (Shah Rukh Khan) ষাটতম জন্মদিন। এই বছরটি তাঁর ব্যক্তিগত ও পেশাগত সাফল্যের দিক থেকে অত্যন্ত বিশেষ। এই বছরটিকে আরও স্মরণীয় করে তুলতে একটি বিশেষ উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স (PVR INOX)।
শাহরুখের জন্মদিনকে কেন্দ্র করে পিভিআর আইনক্স একটি বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে, যা চলবে টানা দু’সপ্তাহ ধরে। আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলা এই উৎসবে দেশের মোট তিরিশটি শহরে অবস্থিত ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট ছবি।
যেসব ছবি ফের বড় পর্দায়:
এই বিশেষ উদ্যোগের ফলে শাহরুখের দর্শক-অনুরাগীরা ফের একবার বড় পর্দায় তাঁর পুরনো ম্যাজিক উপভোগ করার সুযোগ পাবেন। দর্শকদের জন্য নির্বাচিত ছবির তালিকায় রয়েছে—
‘কভি হাঁ কভি না’
‘দিল সে’
‘ম্যায় হু না’
‘দেবদাস’
‘ওম শান্তি ওম’
‘চেন্নাই এক্সপ্রেস’
বিশেষ সাফল্যের বছর:
পেশাগত দিক থেকে শাহরুখ খানের জন্য ২০২৫ সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর তিনি তাঁর ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথম জাতীয় পুরস্কার জিতেছেন। অন্যদিকে, তাঁর ছেলে আরিয়ান খান ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে দারুণ সাফল্য পেয়েছেন এবং মেয়ে সুহানা খান তাঁর নতুন ছবি ‘কিং’-এ অভিনয় করছেন। এমন এক সাফল্যের বছরে কিং খানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে পিভিআর আইনক্সের এই আয়োজন নিঃসন্দেহে তাঁর অনুরাগীদের জন্য এক দারুণ উপহার।