বিখ্যাত উক্তি—সিনেমা চলে তিনটি কারণে: যেখানে থাকে শুধু এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট আর এন্টারটেনমেন্ট! আদিত্য ধর পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘ধুরন্ধর’ (Dhurandhar) প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকও এখন সেই একই কথা বলছেন। অ্যাকশনের পাশাপাশি তুখোড় সংলাপ, অসাধারণ সিনেমাটোগ্রাফি এবং দুর্দান্ত অভিনয় নিয়ে ছবিটি প্রথম দিন থেকেই নেটপাড়ায় ঝড় তুলেছে।
রণবীর সিং থেকে অক্ষয় খান্না, অর্জুন রামপাল থেকে সঞ্জয় দত্ত—পর্দায় কেউ-ই অভিনয়ে কাউকে এক ইঞ্চিও জমি ছাড়েননি। ফার্স্ট ডে-র ফার্স্ট শোতে আসা দর্শকরা ইতিমধ্যেই তাঁদের অনুভূতি এক্স (আগের ট্যুইটার) হ্যান্ডেলে শেয়ার করেছেন।
নেটপাড়ার প্রতিক্রিয়া:
৪/৫ রেটিং: এক নেটিজেন ছবিটি দেখে এটিকে ৪ স্টার দিয়েছেন। তিনি লিখেছেন, “ধুরন্ধর একটি হাই-অ্যাড্রেনালিন-সমৃদ্ধ দেশাত্মবোধক অ্যাকশন ড্রামা সিনেমা, যা প্রথম ফ্রেম থেকেই মনে তীব্রভাবে আঘাত করে। রণবীর সিংয়ের মেজর মোহিত চরিত্রটি তাঁর কেরিয়ারের সেরা অভিনয়। প্রতিটি দৃশ্যে দৃঢ়তা, আবেগ এবং অপরিশোধিত শক্তি দেখা গিয়েছে। অ্যাকশন সিকোয়েন্সগুলো বাস্তবভিত্তিতে সুন্দরভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, বিশেষ করে যুদ্ধ এবং উদ্ধার দৃশ্যগুলি।”
পয়সাওয়াসুল: আর এক নেটিজেন সিনেমাটিকে পাঁচে পাঁচ রেটিং দিয়ে এটিকে ‘ফুল পয়সাওয়াসুল’ সিনেমা আখ্যা দিয়েছেন। তিনি লেখেন, “রণবীর সিং অসাধারণ। বিজিএম (BGM), অ্যাকশন এবং গল্প বলার ধরন আক্ষরিক অর্থেই মাইন্ড ব্লোয়িং। পরিচালনা ও সঙ্গীত শীর্ষস্থানীয়। অবশ্যই সকলের এই সিনেমা দেখা উচিত।”
ব্যাকগ্রাউন্ড স্কোর: অন্য এক দর্শক জানিয়েছেন, সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর দর্শকদের গায়ে কাঁটা দেবে। সিনেমাটোগ্রাফি শার্প ও ইমপ্যাক্টফুল। রণবীরের স্ক্রিন প্রেজেন্স পুরো সিনেমা জুড়ে দর্শকদের বেঁধে রাখবে।
ভলক্যানো: একজন দর্শক সিনেমার প্রথম ৩০ মিনিটকে ‘খতরনাক’ আখ্যা দিয়ে একে ‘ভলক্যানো’ (VOLCANO)-র সঙ্গে তুলনা করেছেন।
কাহিনি সংক্ষেপ: সিনেমার কাহিনী আবর্তিত হয়েছে এক ভারতীয় গুপ্তচরকে কেন্দ্র করে, যে পাকিস্তানের লিয়ারি শহরে একটি বিপজ্জনক দলে প্রবেশ করে। এই কাহিনিতে বাস্তবের ছায়া থাকলেও, কল্পনার মিশেলে বোনা হয়েছে প্রতিটি চরিত্র। সহজ ভাষায় বললে, সঞ্জয় দত্তের ব্যক্তিত্ব, অর্জুন রামপালের শার্পনেস, আর মাধবনের বুদ্ধিমত্তা ও রণবীর সিংয়ের ‘ধুরন্ধরপনা’ রয়েছে পুরো সিনেমা জুড়ে।
প্রথম দিনের এই ট্রেন্ডিং রিভিউ দেখে দর্শক এই উইকএন্ডে সিনেমাটি দেখতে যাবেন কি না, সেই সিদ্ধান্ত নিতেই পারেন।