বলিউডে (Bollywood) তারকাদের বিশাল পারিশ্রমিক এবং তাঁদের সহকারী দল বা ‘এন্টুরাজ’-এর (Entourage) খরচ নিয়ে বিতর্ক পুরোনো নয়। ইন্ডাস্ট্রির একাধিক পরিচালক ও প্রযোজক দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে এই বাড়তি খরচই সিনেমা নির্মাণকে লোকসানের দিকে ঠেলে দিচ্ছে। এবার এই বিতর্কে সরাসরি মুখ খুললেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম।
‘এন্টুরাজ’-এর খরচ নিয়ে আলিম হাকিমের ক্ষোভ:
আলিম হাকিমের ক্লায়েন্টের তালিকায় রয়েছেন বলিউড ও ক্রিকেট জগতের প্রথম সারির তারকারা। তাঁর দাবি, কোনও তারকার ছবি হিট হলেই শুধু অভিনেতার পারিশ্রমিক নয়, তাঁর ‘এন্টুরাজ’-এর খরচও কয়েকগুণ বেড়ে যায়।
আলিমের কথায়, “ইন্ডাস্ট্রিতে নিয়মটাই এমন, অভিনেতার বাজারদর যত বেশি, তাঁর এন্টুরাজ অর্থাৎ তাঁর দলের বাড়তি লোকজনের খরচও তত বাড়ে। কিন্তু আমি মনে করি, এন্টুরাজ ফি হওয়া উচিত সবার জন্য একই।” তিনি উদাহরণ দিয়ে বলেন, “আপনি যদি একটা আইফোন কেনেন, তার দাম ধনী-গরিব সবার জন্য এক থাকে। তাহলে কোনও তারকার ছবি ৫০০ কোটির হিট হলেই তাঁর দলের লোকজনের পারিশ্রমিক কেন তিনগুণ হয়ে যায়? যেন ওরাই ৫০০ কোটির হিট দিয়েছে!”
তাঁর মতে, অভিনেতা নিজের পারিশ্রমিক বাড়াতে পারেন, কিন্তু টিমের ক্ষেত্রে কর্পোরেট দুনিয়ার মতো বছরে ৫-১০ শতাংশ হাইকই যথেষ্ট।
‘অনৈতিক’ পারিশ্রমিক দাবি:
আলিম হাকিম দাবি করেন, অনেক তারকা আজ “অনৈতিক” পারিশ্রমিক দাবি করেন, যা একেবারেই ভুল। তিনি বলেন, “যে-ই এমন করছে, সে ভুল করছে। আমাদের কাছে সব অভিনেতার জন্য নির্দিষ্ট দাম আছে। যখন কেউ ‘অনৈতিক’ পরিমাণ টাকা চায়, তখনই পেশার মর্যাদা নষ্ট হয়।” যদিও তিনি তাঁর বক্তব্যে কোনও নির্দিষ্ট তারকার নাম ফাঁস করেননি।
উল্লেখ্য, সম্প্রতি পরিচালক করণ জোহরও অভিনেতাদের বাড়তি ‘এন্টুরাজ’ খরচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, যদি ট্রেনার বা ডায়েট প্ল্যানারের মতো খরচ ছবির জন্য জরুরি না হয়, তবে সেই খরচ তারকারই বহন করা উচিত। আলিম হাকিমের এই সরাসরি মন্তব্য এখন ইন্ডাস্ট্রি জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।