“অমৃতার অবদান ভোলার নয়, সন্তানদের জন্য আজও তাঁকে মনে পড়ে”! প্রথম স্ত্রী সম্পর্কে অকপট সইফ আলি খান

বলিউড তারকা সইফ আলি খান তাঁর প্রথম স্ত্রী অমৃতা সিং এবং তাঁদের সম্পর্ক নিয়ে সম্প্রতি কাজল ও টুইঙ্কল খান্নার একটি অনুষ্ঠানে এসে অকপট মন্তব্য করেছেন। যদিও সইফ বর্তমানে করিনা কাপুর খানের সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন, তবুও প্রথম স্ত্রীর অবদানের কথা স্বীকার করতে দ্বিধা করেননি তিনি।

সইফ আলি খান স্বীকার করে নেন যে, তাঁর জীবনের চলার পথে অমৃতা সিং-এর অবদান যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। তাঁর কথায়, “এই ইন্ডাস্ট্রিতে আমার চলার পথটা কেমন হতে পারে, সেটা বুঝতে সাহায্য করে অমৃতা। ওর অবদান ভাষায় প্রকাশ করা যাবে না। যদিও, কিছু পরামর্শ এমনও দিয়েছে যেগুলো আমার কাজে লাগেনি।”

সইফের কথা শুনে রসিকতা করে কাজল বলেন, “তোমাকে ভালই মানুষ করেছে তা হলে।” উত্তরে সইফ বলেন, “হ্যাঁ ঠিকই। সন্তানদের ভাল মানুষ করেছে। সেই জন্য আমার আজও ওকে মনে পড়ে।”

সইফ জানান, অমৃতা সিং-এর সঙ্গে তাঁদের মধ্যে এখন সুসম্পর্ক থাকলেও, খুব বেশি কথা হয় না। তিনি বলেন, “আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে, তবে কথা হয় শুধুমাত্র আমি যখন হাসপাতালে ছিলাম তখন।”

প্রসঙ্গত, ১৯৯১ সালে সইফ তাঁর থেকে ১২ বছরের বড় অমৃতাকে বিয়ে করেছিলেন। দুই সন্তান (সারা ও ইব্রাহিম) থাকা সত্ত্বেও একসময় তাঁদের পথ আলাদা হয়ে যায় এবং বিবাহবিচ্ছেদ হয়। এরপরেই সইফ করিনা কাপুরকে বিয়ে করেন। জানা যায়, করিনাকে বিয়ের আগেই সইফ একটি চিঠি লিখে অমৃতার প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy