“অফিসিয়ালি কিছু জানি না, তবে…” থ্রি ইডিয়টস ২ নিয়ে মুখ খুললেন শরমন যোশী!

বলিউডের ইতিহাসের অন্যতম সেরা ছবি ‘থ্রি ইডিয়টস’ আজ পা দিল ১৬ বছরে। ২০০৯ সালের সেই জাদুর পর আজও দর্শকের মনে অমলিন ব়্যাঞ্চো, রাজু আর ফারহানের বন্ধুত্ব। আর এই বিশেষ দিনেই নতুন করে উস্কে গেল ছবির সিক্যুয়েল বা ‘থ্রি ইডিয়টস ২’-এর জল্পনা। ফের কি আমির খান, আর মাধবন ও শরমন যোশীকে বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে?

এই প্রশ্নে শরমন যোশী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি মন থেকে চাই এটা হোক। কিন্তু এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল প্রস্তাব আমার কাছে আসেনি।” সিক্যুয়েল নিয়ে বারবার ভুয়ো খবরের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “এর আগেও অনেকবার খবর রটেছিল, পরে দেখা গেল সেটা একটা বিজ্ঞাপনের প্রচার। রাজু হিরানি বা আমির খানরাই ভালো বলতে পারবেন গল্পের কোনো সুযোগ আছে কি না।”

ছবির স্মৃতিচারণা করতে গিয়ে শরমন জানান, ২০০১ সালের ‘স্টাইল’ ছবিতে তাঁর অভিনয় দেখেই রাজকুমার হিরানি তাঁকে রাজু রাস্তোগীর চরিত্রের জন্য বেছেছিলেন। রাজুর আত্মহত্যার দৃশ্য নিয়ে অভিনেতা এক চমকপ্রদ তথ্য শেয়ার করেন। তিনি বলেন, “দৃশ্যটা এতটাই বাস্তব ছিল যে আমার চার বছরের মেয়ে প্রিমিয়ার শো-তে ডুকরে কেঁদে উঠেছিল। এমনকি পরিচিতরাও আমার বাড়িতে ফোন করে খোঁজ নিয়েছিলেন আমি সত্যিই চোট পেয়েছি কি না।” ১৬ বছর পেরিয়েও ‘অল ইজ ওয়েল’-এর মহিমা বিন্দুমাত্র কমেনি, এখন দেখার হিরানির হাত ধরে এই ত্রয়ী আবার কবে ম্যাজিক দেখান।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy