The Bads of Bollywood*-এর পর Haq: ছবির প্রচারে বিস্ফোরক ইমরান হাশমি, নেটপাড়ায় ঝড় তুলল তাঁর এক ছোট্ট মন্তব্য

কখনও এক ঝলকের উপস্থিতিতেই মাতিয়ে দেন তিনি। সম্প্রতি আরিয়ান খানের নেটফ্লিক্স সিরিজ *The Bads of Bollywood***-এ তাঁর ক্যামিওর পর ফের চর্চায় উঠে এসেছেন অভিনেতা ইমরান হাশমি। এই মায়াবী চোখের মানুষটিকে এবার দেখা গেল একেবারে বিপরীত ভূমিকায়—পবন কল্যাণের তেলুগু অ্যাকশন ফিল্ম They Call Him OG-এর মূল খলনায়ক হিসেবে। আর এখন তিনি মুখোমুখি হচ্ছেন ইয়ামি গৌতমের, তাঁদের নতুন ছবি Haq-এ।

সময়ানুবর্তিতা নিয়ে বিস্ফোরক মন্তব্য:

ছবি Haq-এর প্রচারের সময় সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন ইমরান। সেখানেই সাংবাদিক তাঁকে সহ-অভিনেত্রী ইয়ামির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন জিজ্ঞেস করেন। জবাবে ইমরান মুচকি হেসে বলেন:

“আমি যেমন সময়মতো সেটে পৌঁছে যাই, ইয়ামিও ঠিক তেমনই সময়নিষ্ঠ। তাই কাজের সময় কোনও সমস্যা হয়নি।”

এখানেই কথার মোড় ঘুরল। সাংবাদিক বিস্ময়ে প্রশ্ন করেন, “এখনও নাকি অনেক অভিনেতা সময়মতো আসেন না?” তার জবাবে ইমরান যেন এক গোপন আগুন ছুঁড়ে দিলেন:

“আরে, কিছু মানুষ তো আসে-ই না!”

সোশ্যাল মিডিয়ায় ঝড়:

এই ছোট্ট বাক্যেই যেন ঝড় বয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। মুহূর্তে ফেটে পড়ল মন্তব্যের বন্যা:

অনেকেই মনে করছেন, এই তির ছোড়া হয়েছে সলমন খানের দিকে, কারণ বলিউডে সলমনের সেটে দেরিতে আসার গুঞ্জন দীর্ঘদিনের। কেউ লিখলেন, “কেন জানি মনে হচ্ছে, তির ছোড়া হয়েছে হয়তো ‘টাইগার’-এর দিকেই।”

আবার আরেকজনের মন্তব্য, “আজকাল সবাই সলমন ভাইয়ের নাম না নিয়ে খোঁচা মারছে।”

তবে কৌতূহল এখানেই থামেনি। কেউ কেউ মনে করছেন, ইমরানের কথার নিশানা হয়তো দক্ষিণী অভিনেতা পবন কল্যাণের দিকেও হতে পারে, কারণ They Call Him OG-এর সেটে তাঁদের একসঙ্গে কাজের সময় নাকি তাঁর সময়নিষ্ঠতা নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল।

ইমরানের আগামী ছবি:

ইমরানের পরের বড় ছবি Haq, যেখানে ইয়ামি গৌতম তাঁর সহ-অভিনেত্রী। ছবিটি ১৯৮৫ সালের বহুল আলোচিত শাহ বানো মামলার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। পরিচালনায় রয়েছেন সুপারন এস বর্মা। আগামী ৭ নভেম্বর এই ছবিটি মুক্তি পাবে।

তবে ইমরানের ওই এক বাক্য—“কিছু মানুষ তো আসে-ই না”—আজও নেটিজেনদের মনে অনুরণন তোলে। প্রশ্নটা এখন একটাই—এই খোঁচা ঠিক কার উদ্দেশে ছোঁড়া? সলমন, না পবন? না কি, তিনি আসলে অন্য কারও জন্য রেখে গেলেন রহস্যের পর্দা? উত্তর হয়তো সময় বলবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy