‘বাবা দুলালী’ মেয়েদের নিখাদ ভালোবাসার গল্প এবার পৌঁছে যাচ্ছে বিশ্ব দরবারে। অর্ণব মিদ্যা পরিচালিত ছবি ‘হাঁটি হাঁটি পা পা’ (Hati Hati Paa Paa) মুক্তির আগেই একটি বিরাট সাফল্য অর্জন করল। চলতি বছর ৫৬তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অফ ইন্ডিয়া (56th IFFI)-তে প্রদর্শিত হতে চলেছে এই ছবি। গোয়ায় এই উৎসবেই ছবিটির প্রথম প্রিমিয়ার বা ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।
প্রধান আকর্ষণ বাবা-মেয়ের জুটি: ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টলিউডের দুই জনপ্রিয় মুখ—অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) এবং অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjeet Chakraborty)। তাঁরা ছবিতে বাবা-মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন। গত মাসেই এই ছবির টিজার মুক্তি পায়।
ছবির বিষয়বস্তু: ‘হাঁটি হাঁটি পা পা’ একটি এমন গল্প নিয়ে তৈরি, যেখানে সন্তানের জীবনের প্রথম পদক্ষেপে বাবা-মায়ের যেমন শক্ত হাত থাকে, তেমনই বাবা-মায়ের শেষ পদক্ষেপেও থাকে সন্তানের নির্ভরতা। এই ছবি মূলত একজন অবাধ্য বাবা এবং লক্ষ্মীমন্ত মেয়ের মান-অভিমান এবং ভালোবাসার নিখাদ গল্প তুলে ধরেছে।
IFFI-তে বাংলার গৌরব: চলতি বছর ২০ থেকে ২৮ নভেম্বর গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে IFFI। এই গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে ‘হাঁটি হাঁটি পা পা’ প্রদর্শিত হতে চলেছে শুনে সকলেই উচ্ছ্বসিত। এই বছর উৎসবে হিন্দি ছবি ‘রাহু কেতু’, ‘তেরে ইশক মে’, উড়িয়া ছবি ‘বিন্দুসাগর’, মারাঠি ছবি ‘অসম্ভব’, কন্নড় ছবি ‘রুধিরবনা’-এর মতো আঞ্চলিক ভাষার ছবিও প্রদর্শিত হবে।
রুক্মিণী ও চিরঞ্জিত ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন অঞ্জনা বসু, তুলিকা বসু, সন্দীপ্তা ভট্টাচার্য, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে।