দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার বিয়ে বর্তমানে ফিল্মি দুনিয়ার সবচেয়ে বেশি চর্চিত বিষয়গুলোর মধ্যে একটি। যদিও দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেননি, তবুও ইন্টারনেট ও মিডিয়ায় গুঞ্জন, তারা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করতে চলেছেন। এমনকি এটি রাজস্থানের উদয়পুরে তাঁদের ডেস্টিনেশন ওয়েডিং হবে বলেও খবর রটেছে। এবার প্রথমবার এই বিয়ের প্রশ্নে মুখ খুললেন রশ্মিকা মন্দানা। তাঁর এই মন্তব্য দ্রুত ভাইরাল হচ্ছে।
বিয়ের প্রশ্নে রশ্মিকা কী বললেন?
‘হলিউড রিপোর্টার অফ ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রশ্মিকা মন্দানাকে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর বিয়ের খবরের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বলা হয়েছিল। অভিনেত্রী অবশ্য এর সত্যতা স্বীকার বা অস্বীকার কোনোটিই করেননি।
রশ্মিকার উত্তরে এটা স্পষ্ট যে তিনি এই বিষয়ে কথা বলার আগে সময় নিতে চান। তিনি বলেন,
“আমি বিয়ের খবরটি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করতে চাই না। আমি শুধু এটুকুই বলব যে যখন এই বিষয়ে কথা বলার সময় আসবে, তখন আমরা বলব।”
রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিংয়ের গুঞ্জন
গত মাসে মিডিয়ায় এমন আলোচনা শুরু হয়েছিল যে রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডার বিয়ে রাজস্থানের উদয়পুরে হবে। হিন্দুস্তান টাইমস তাদের রিপোর্টে সূত্রের বরাত দিয়ে দাবি করেছিল যে বিয়ের প্রস্তুতি পুরোদমে চলছে এবং অভিনেত্রী নাকি ভেন্যু খুঁজতে উদয়পুরেও গিয়েছিলেন।
অক্টোবরে এনগেজমেন্ট হয়ে গেছে?
মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, রশ্মিকা মন্দানা এবং বিজয় দেবেরাকোন্ডা এই বছরের অক্টোবরে বাগদান সেরে ফেলেছেন। এই বাগদান অনুষ্ঠান হায়দ্রাবাদে হয়েছিল। যদিও এই জুটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে এইচটি-র সঙ্গে কথা বলার সময় বিজয়ের টিম এটিকে নিশ্চিত করেছিল। তারা আরও জানিয়েছিল যে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই জুটির বিয়ে হবে।
উল্লেখ্য, রশ্মিকা এবং বিজয় ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এর মতো হিট সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। মনে করা হয়, একসঙ্গে কাজ করার সময়ই তাঁরা একে অপরের কাছাকাছি আসেন। তাঁদের অনেকবার একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে এবং এই বছরের আগস্টে তাঁরা নিউইয়র্কে ৪৩তম ইন্ডিয়া ডে প্যারেডেও একসঙ্গে উপস্থিত হয়েছিলেন।