দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু এবং পৃথ্বীরাজ সুকুমারন-এর সঙ্গে বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া-কে একই ফ্রেমে দেখার অপেক্ষায় দিন গুনছেন দর্শক। এই তিন মহাতারকাকে পরিচালনা করছেন ব্লকবাস্টার পরিচালক এস এস রাজামৌলি। প্রত্যাশার পারদ যখন তুঙ্গে, ঠিক তখনই এই সিনেমার শুটিংয়ের জন্য ফের হায়দরাবাদে পা রাখলেন প্রিয়াঙ্কা।
হায়দরাবাদে পৌঁছেই অভিনেত্রী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ‘স্ট্রিটস অফ হায়দরাবাদ’-এর ভিডিও শেয়ার করেছেন। এর আগে বিমানের সিটে বসে একটি হাসিমুখের সেলফি শেয়ার করে ক্যাপশনে পিগি চপস লেখেন, “আর আমরা আবার আমেরিকা ছাড়ছি। গন্তব্যস্থল নিয়ে উত্তেজিত।”
হায়দরাবাদ বিমানবন্দরে প্রিয়াঙ্কাকে ক্যাজুয়াল পোশাকে অনুরাগীদের সঙ্গে কথা বলতেও দেখা যায়। মনে করা হচ্ছে, তিনি রাজামৌলির বহু প্রতীক্ষিত এবং বর্তমানে ‘SSMB29 and Globetrotter’ নামে পরিচিত সিনেমার শুটিংয়ের জন্যই ভারতে এসেছেন। যদিও প্রযোজনা সংস্থা বিস্তারিত কিছু এখনও ঘোষণা করেনি, তবে খুব তাড়াতাড়ি বড় খোলসা হতে পারে।
সোশ্যাল মিডিয়ায় মজার কথোপকথন:
সম্প্রতি সিনেমাটির উন্মাদনা আরও বাড়িয়ে দেন মহেশ বাবু নিজেই। তিনি ‘X’ হ্যান্ডেলে রাজামৌলিকে ট্যাগ করে নভেম্বর মাস শুরুর কথা মনে করিয়ে দিয়ে লেখেন, “ফার্স্ট থিংস ফার্স্ট। তুমি প্রমিস করেছিলে আমাদের কিছু একটা হবে নভেম্বরে। দয়া করে তোমার কথা রেখো।”
মহেশকে পাল্টা জবাবে রাজামৌলি লেখেন, “সবেমাত্র শুরু হয়েছে। আমরা একে একে সব সামনে আনব।” এরপরেই মহেশ বাবু প্রিয়াঙ্কাকে ট্যাগ করলে, প্রিয়াঙ্কা মজাদার ভঙ্গিতে লেখেন, “হ্যালো হিরো! তুমি চাইছ আমি সব গল্প লিক করে দিই যা তুমি আমার সঙ্গে সেটে শেয়ার করেছো?” এরপর রাজামৌলি মহেশ বাবুকে বলেন, “তুমি কেন পিসিকে বলে দিয়েছো? তুমি সারপ্রাইজ নষ্ট করে দিলে…।” এই তারকাদের মজার কথোপকথনে অনুরাগীরা এখন আরও বেশি এক্সাইটিং খবরের জন্য অপেক্ষা করছেন।
প্রসঙ্গত, এটিই প্রথমবার যখন রাজামৌলি মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বড়পর্দায় কাজ করছেন। অন্যদিকে, অনুরাগীরা প্রিয়াঙ্কাকে তাঁর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনে এবং কার্ল আরবানের সঙ্গে ‘দ্য ব্লাফ’-এ ১৯ শতকের ক্যারিবিয়ান জলদস্যু চরিত্রে দেখতে পাবেন।