ধর্মের টানে মাত্র ১৮ বছর বয়সেই অভিনয় জীবনকে বিদায় জানিয়েছিলেন ‘দঙ্গল’ (Dangal) খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম (Zaira Wasim)। এবার ২৪ বছর বয়সে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। শুক্রবার রাতে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে নিজের বিয়ের খবর নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন প্রাক্তন এই তারকা।
‘কবুল হ্যায়’ ক্যাপশনে বিয়ের ঘোষণা:
দীর্ঘদিন পর সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হয়ে জায়রা দুটি ছবি পোস্ট করেন এবং ক্যাপশনে শুধু লেখেন— ‘কবুল হ্যায়’। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, নিকাহ-র (বিবাহের) কাগজপত্রে স্বাক্ষর করছেন প্রাক্তন অভিনেত্রী। তাঁর মেহেন্দি রাঙা হাতের অনামিকায় একটি হিরে বসানো আংটি জ্বলজ্বল করছে। অন্য ছবিটিও বিয়ের মুহূর্তের। তবে ছবিতে নিজের বা স্বামীর মুখ প্রকাশ করেননি জায়রা।
আমির খানের সঙ্গে ২০১৬ সালে ব্লকবাস্টার ছবি ‘দঙ্গল’-এর মাধ্যমে মাত্র ১৪ বছর বয়সে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন জায়রা। প্রথম ছবিতেই তরুণী গীতা ফোগাটের চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি পরিচিতি লাভ করেন এবং শ্রেষ্ঠ সহ-অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। ২০১৭ সালে তাঁকে আমির খানের ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতেও দেখা যায়।
ক্যারিয়ারের চূড়ায় এসে বিদায়:
২০১৯ সালের মার্চ মাসে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবির শুটিং শেষ করার পরই জায়রা তাঁর ক্যারিয়ার ছেড়ে দেওয়ার আচমকা সিদ্ধান্ত ঘোষণা করেন। সেই সময় সোশ্যাল মিডিয়া পোস্টে জায়রা জানিয়েছিলেন, এই পেশা তাঁকে অনেক ভালোবাসা ও প্রশংসা দিলেও, এটি ধীরে ধীরে তাঁকে ‘অবমাননার দিকে ঠেলে দিয়েছে’ এবং তিনি ক্রমশ অসচেতনভাবে তাঁর ‘ইমান’ বা ধর্মবিশ্বাস থেকে দূরে সরে যাচ্ছিলেন। তিনি লিখেছিলেন, এমন একটা পরিবেশে কাজ করতেন যা ক্রমাগত তাঁর ইমানের মাঝে এসে দাঁড়াতো এবং ধর্মের সঙ্গে তাঁর সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।
অভিনয় জগৎ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার পর থেকে জায়রা জনসাধারণের দৃষ্টির আড়ালেই ছিলেন। তবে তাঁর বিয়ের খবর সামনে আসতেই অনুরাগীরা তাঁকে নতুন জীবনের জন্য শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।