হলিউডের এপিক ফিল্মের যোগ্য জবাব হবে ভারতের ‘রামায়ণ’: বিবেক ওবেরয়

পরিচালক নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ফিল্ম ‘রামায়ণ’ নিয়ে মুখ খুললেন অভিনেতা বিবেক ওবেরয়। এই ছবিতে রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশের মতো শিল্পীদের পাশাপাশি বিবেক ওবেরয়কেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিবেক তাঁর এই সিনেমা নিয়ে কথা বলেছেন।

‘রামায়ণ’ হবে ভারতের পক্ষ থেকে হলিউডকে জবাব:

বিবেক ওবেরয় মনে করেন, প্রযোজক নমিত মালহোত্রা এবং পরিচালক নীতেশ তিওয়ারি তাঁদের এই সিনেমার মাধ্যমে ভারতীয় সিনেমাকে বিশ্বস্তরে নিয়ে যাচ্ছেন। তিনি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,

“নমিত মালহোত্রা এবং নীতেশ তিওয়ারির ফিল্ম ‘রামায়ণ’ হলিউডের এপিক ফিল্মগুলির জন্য ভারতের তরফ থেকে একটি যোগ্য জবাব হতে চলেছে। এতে সাহায্যও হবে, কারণ তাঁরা এমন একটি কোম্পানির সঙ্গে যুক্ত, যারা VFX-এ প্রায় ৭-৮টি অস্কার জিতেছে। ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত একটি সত্যিকারের মহাকাব্য হিসেবে ‘রামায়ণ’-এর চেয়ে বড় এবং ভালো আর কিছু হতে পারে না এবং এটিকে বিশ্বস্তরে নিয়ে যাওয়া সত্যিই রোমাঞ্চকর।”

পারিশ্রমিক নিয়ে বিবেকের মহৎ কাজ:

বিবেক ওবেরয় জানান, ‘রামায়ণ’-এর জন্য তিনি তাঁর পারিশ্রমিক একটি মহৎ কাজে দান করে দিয়েছেন। বিবেকের কথায়,

“আমি নমিতকে বলেছি যে এই সিনেমার জন্য আমার এক পয়সাও চাই না। আমি এই টাকাটা এমন একটা কাজে দান করতে চাই, যাতে আমার বিশ্বাস আছে, অর্থাৎ ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য। আমি তাঁকে বলেছি যে আমি তোমাকে সমর্থন করতে চাই, কারণ তোমার কাজ আমার খুব পছন্দ। আমার মনে হয়, এটি ভারতীয় সিনেমাকে বিশ্ব দরবারে পৌঁছে দেবে।”

শুটিং অভিজ্ঞতা ও ভূমিকার দ্বন্দ্ব:

বিবেক তাঁর অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘রামায়ণ’-এর কাজ করার অভিজ্ঞতাটা দারুণ। তিনি বলেন, “‘রামায়ণ’ নিয়ে এই দ্বন্দ্বটা সবসময় চলে যে এটি পৌরাণিক নাকি ঐতিহাসিক। আমরা বিশ্বাস করি যে এটি ঐতিহাসিক এবং এর ওপর কাজ করার অভিজ্ঞতাটা দারুণ।”

বিবেক ওবেরয়কে এই ছবিতে রাবণের ভাই বিভীষণের চরিত্রে দেখা যাবে।

তিনি পুরো ক্রু—নমিত, নীতেশ, যশ, রকুল প্রীত সিং-এর সঙ্গে কাজ করে খুশি এবং জানান তাঁর এখনও কয়েকদিনের শুটিং বাকি আছে।

কবে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’:

‘রামায়ণ’ ছবিটি দুটি ভাগে তৈরি হচ্ছে।

প্রথম ভাগ মুক্তি পাবে ২০২৬ সালের দিওয়ালিতে।

দ্বিতীয় ভাগ মুক্তি পাবে ২০২৭ সালের দিওয়ালিতে।

ছবিতে ভগবান রামের ভূমিকায় রণবীর কাপুর, মাতা সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণের ভূমিকায় যশ ছাড়াও লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে, হনুমানের ভূমিকায় সানি দেওল, কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত এবং দশরথের ভূমিকায় অরুণ গোভিলের মতো জনপ্রিয় শিল্পীরা অভিনয় করবেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy