‘স্বার্থপর’ নিয়ে মন খারাপ! নন্দনে কেন দেখা যাচ্ছে না রঞ্জিত-কোয়েল জুটির কামব্যাক ছবি?

ভাইফোঁটায় মুক্তি পাওয়া অন্নপূর্ণা বসুর পরিচালিত ছবি ‘স্বার্থপর’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। পারিবারিক এই গল্পটি (‘দুই ভাই-বোন ও পৈতৃক সম্পত্তির অধিকারবোধ’) প্রত্যেক সাধারণ মানুষের জীবনের সঙ্গে সহজে মিলে যাওয়ায় ছবিটি দেখে অনেকে আবেগে আপ্লুত হয়েছেন। এই ছবিতে বহু বছর পর বড় পর্দায় ফিরেছেন বাবা-মেয়ের জুটি—রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক।

নন্দনে ছবি না থাকার কারণ:

নন্দনে ভালো বাংলা ছবি দেখতে দর্শকেরা সব সময় ভিড় করেন। কিন্তু বর্তমানে ‘স্বার্থপর’ সেখানে দেখা যাচ্ছে না। এই কারণে মন খারাপ হলেও সুখবর দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রেস কনফারেন্সে এসে কোয়েল জানান:

“এই মুহূর্তে নন্দনে ‘স্বার্থপর’ দেখা যাচ্ছে না, কারণ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (৩১ তম) শুরু হতে চলেছে। সেই কারণে এখন কোনো ছবিই নন্দনে দেখা যাচ্ছে না। তবে আমি শুনলাম ১৫ তারিখের (নভেম্বর) পর থেকে আবার আগের মতো করে নন্দনে বাংলা ছবি দেখতে পাবেন দর্শকেরা। সেই সময় নিশ্চয়ই ‘স্বার্থপর’ নন্দনে আসবে, এবং আরও দর্শকের কাছে পৌঁছে যাবে।”

কোয়েলের উচ্ছ্বাস ও প্রত্যাশা:

কোয়েল মল্লিক ছবিটি নিয়ে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “দর্শকেরা এই ছবিকে এতটা ভালবাসা দিচ্ছেন যে আমি কৃতজ্ঞ। প্রত্যেক হল ভিজিটে গিয়ে আমি সেটা দেখতে পেয়েছি।” তিনি আশা প্রকাশ করেন যে নন্দনে যখন ছবিটি আসবে, দর্শকেরা আরও বেশি করে এই ছবি দেখবেন।

কোয়েল আরও বলেন, এই ধরনের বাঙালিয়ানায় ভরপুর ছবি এখন অনেকটাই কমে গিয়েছে, অথচ এমন গল্প (যা মানুষেরা নিজেদের সঙ্গে মেলাতে পারেন) অত্যন্ত দরকার। তিনি মনে করেন, ‘স্বার্থপর’ প্রমাণ করে দিল যে ছবির গল্প কতটা গুরুত্বপূর্ণ। কোনো বাড়তি প্রচার ছাড়াই দর্শকেরা হল ভরিয়ে দিচ্ছেন। কোয়েল আশা করছেন, ১৫ নভেম্বরের পর থেকে দর্শকেরা নন্দনেও এই ছবিটিকে হল ভরিয়ে দেখবেন।

উল্লেখ্য, ৬ থেকে ১১ নভেম্বর নন্দনে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy