২০০২ সালে পরিচালক স্যাম রাইমির হাতে বড়পর্দায় প্রথমবার জন্ম নিয়েছিল আধুনিক যুগের ‘স্পাইডারম্যান’। সেই চরিত্রে অভিনেতা টোবি ম্যাগুয়ারের দুর্দান্ত পারফরম্যান্স তাঁকে হলিউডের ইতিহাসে স্থান করে দিয়েছিল। ‘স্পাইডার ম্যান’ ট্রিলজিতে জাল বুনে নেওয়ার পর তিনি বহু বছর চরিত্রটি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। টোবির পর স্পাইডারম্যান হিসেবে আসেন অ্যান্ড্রু গারফিল্ড এবং পরবর্তীতে টম হল্যান্ড। তবে ২০২১ সালের ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ ছবিতে টোবির প্রত্যাবর্তন ছিল ভক্তদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।এবার সেই টোবি ম্যাগুয়ারকেই নিয়ে নতুন করে ‘স্পাইডার-ম্যান ৪’ (Spider-Man 4) নিয়ে চর্চা শুরু হয়েছে হলিউডে।জল্পনার সূত্রপাত:গুজবের সূত্রপাত করেছেন লেখক ম্যাটসন টমলিন, যিনি দ্য ব্যাটম্যান ২-এর সহলেখকও।প্রথম ইঙ্গিত: এক ভক্ত যখন তাঁকে এক্স (টুইটার)-এ প্রশ্ন করেন, “আপনি যদি চান, নিজের দৃষ্টিতে কেমন স্পাইডারম্যান গল্প লিখতেন?” উত্তরে টমলিন টোবির প্রতি তাঁর আগ্রহ প্রকাশ করেন:”আমি এখন সবচেয়ে বেশি আগ্রহী টোবি ম্যাগুয়ারের স্পাইডারম্যানকে নিয়ে। যেখানে সে একদিকে স্বামী ও পিতা, আর অন্যদিকে সুপারহিরো। বাবা হিসেবে স্পাইডারম্যানের সংগ্রামটাই সবচেয়ে মানবিক গল্প হতে পারে।”দ্বিতীয় ইঙ্গিত (স্পাইডার-ম্যান ৪): কয়েক মাস পরে আরেক ভক্ত যখন তাঁকে সরাসরি জিজ্ঞেস করেন, “তাহলে ‘স্পাইডারম্যান ৪’-এর কোনও কাজ শুরু হয়েছে?” টমলিনের উত্তরটি জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে:”ধীরে চলো, তবে দৌড়ে জিতবে! এখনই কিছু বলার নেই, কারণ এর মধ্যে অনেক মানুষ, রাজনীতি আর বড় সিদ্ধান্ত জড়িত। তবে এখন পর্যন্ত আমাকে কেউ ‘না’ বলেনি!”টমলিনের এই মন্তব্য থেকে ভক্তরা অনুমান করছেন যে, টোবি ম্যাগুয়ারকে নিয়ে একটি বয়স্ক বা পারিবারিক থিমের স্পাইডারম্যান সিনেমা তৈরি করার ভাবনা হলিউডের অন্দরে চলছে এবং এর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।নভেম্বর জুড়ে ভারতে ফিরছে সব স্পাইডারম্যান:এই জল্পনার মধ্যেই ভারতীয় দর্শকদের জন্য আসছে এক দারুণ খবর। নভেম্বর মাস জুড়ে ভারতের প্রেক্ষাগৃহে রি-রিলিজ হতে চলেছে সব স্পাইডারম্যান মুভি, যা নস্টালজিয়াকে উসকে দেবে:অভিনেতাছবির সিরিজরি-রিলিজের তারিখটোবি ম্যাগুয়ার‘স্পাইডার-ম্যান ট্রিলজি’১৪ নভেম্বর থেকেঅ্যান্ড্রু গারফিল্ড‘দ্য অ্যামাজিং স্পাইডার-ম্যান’২১ নভেম্বর থেকেটম হল্যান্ড‘এমসিইউ স্পাইডার-ম্যান সিরিজ’২৮ নভেম্বর থেকেঅ্যানিমেটেড দুনিয়া‘স্পাইডার-ভার্স অ্যানিমেটেড দুনিয়া’৫ ডিসেম্বর থেকেএই রি-রিলিজ আয়োজন একদিকে পুরোনো ফ্যানদের জন্য এক নস্টালজিক ট্রিবিউট, আবার নতুন প্রজন্মের দর্শকদের কাছে স্পাইডারম্যানের গল্পকে নতুন করে আবিষ্কারের সুযোগ।
Home
ENTERTAINMENT
‘স্বামী ও পিতা স্পাইডারম্যানের সংগ্রামই সবচেয়ে মানবিক গল্প’: টোবি ম্যাগুয়ারের কামব্যাক নিয়ে জল্পনা বাড়ালেন ‘দ্য ব্যাটম্যান ২’-এর সহলেখক
Related Posts
The Bads of Bollywood*-এর পর Haq: ছবির প্রচারে বিস্ফোরক ইমরান হাশমি, নেটপাড়ায় ঝড় তুলল তাঁর এক ছোট্ট মন্তব্য
ঠান্ডা লেগেছিল, তাই দেখলাম’! শাহরুখ-পুত্রের পরিচালিত সিরিজ দেখে প্রশংসায় পঞ্চমুখ কংগ্রেস নেতা, শুরু ‘পেইড রিভিউ’ বিতর্ক