অভিনয়ের পাশাপাশি এবার সৃজনশীলতার নতুন দিক উন্মোচন করতে চলেছেন টলিউড অভিনেত্রী শ্রুতি দাস। জি ফাইভে (Zee 5) আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘রঙ্কিনী ভবন’। এই সিরিজে তাঁকে অভিনয় করতে দেখা না গেলেও, তিনি যুক্ত হচ্ছেন লেখক এবং সৃজনশীল প্রযোজক (Creative Producer) হিসেবে। এর মাধ্যমে নিজের কর্মজীবনের পরিধি আরও বাড়াতে চলেছেন অভিনেত্রী।
‘রঙ্কিনী ভবন’-এ জোড়া দায়িত্ব
অভ্রজিত সেন পরিচালিত এই ওয়েব সিরিজে অভিনয় করছেন বিদিপ্তা চক্রবর্তী, শ্যামৌপ্তি মাডলি, গৌরব রায় চৌধুরী, সুহোত্র মুখোপাধ্যায়ের মতো একাধিক পরিচিত মুখ। জি ফাইভের একটি ওয়েব সিরিজের আদলে তৈরি হচ্ছে এই সিরিজটি, যার প্রযোজনার দায়িত্বে রয়েছেন প্রান্তিক বসু, চিরাগ চালানী এবং ঋষি মাহেশ্বরী।
এই প্রজেক্টে মূল লেখক মেঘাতিথি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লেখার দায়িত্বে রয়েছেন শ্রুতি দাস। এছাড়াও, তিনি সৃজনশীল প্রযোজকের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন।
‘এই কাজ আমার জন্য নতুন নয়’
নতুন দায়িত্ব সামলানোর বিষয়ে শ্রুতির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “অভিনয় নিয়ে পড়াশোনার পাশাপাশি আমি নাটক পরিচালনাও করেছি। তাই এই কাজটি আমার জন্য নতুন নয়। আমার মনে হয় একজন শিল্পীর নানা দিকে নিজেকে বিস্তার করা প্রয়োজন।”
অভিনেত্রী মনে করেন এই নতুন ভূমিকার মাধ্যমে তিনি আরও সমৃদ্ধ হচ্ছেন। তিনি বলেন, “অভিজ্ঞতা এক কথায় দারুণ। একজন শিল্পী হিসেবে আমি আরও পরিণত হচ্ছি এই কাজটির মাধ্যমে। শেখার কোনো শেষ নেই, তাই নতুন কাজ যত শিখতে পারব, আমার মনে হয় আমি আরও ভাল অভিনেত্রী হয়ে উঠতে আমায় সাহায্য করবে।”
সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এক্স=প্রেম’ ছবির মাধ্যমে বড় পর্দায় ডেবিউ করার পর ‘বাদামি হয়নার কবলে’, ‘জুলি’-এর মতো একাধিক ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন শ্রুতি। এবার ক্যামেরার পেছনে কাজ করা নিয়ে তাঁর বক্তব্য, “অভিনয় তো অবশ্যই করব, সেটা আমার অন্যতম ভালবাসা। তবে অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পেছনেও আমি কাজ করতে চাই।”
ভবিষ্যতে তিনি পরিচালনার ভূমিকায় আসেন কি না, এখন সেটাই দেখার বিষয়।