দীর্ঘ বিরতির পর যখন আলো ঝলমলে সেটে ফিরেছিলেন, তখন নতুন করে প্রাণ পেয়েছিলেন তিনি। ‘মিঠাই’ খ্যাত বাংলার ছোটপর্দার জনপ্রিয় মুখ সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সুস্থতার পথে হাঁটতে হাঁটতেই ফের অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী। বুধবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি নিজেই জানালেন—তিনি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে সৌমিতৃষা লেখেন, “আমার ম্যালেরিয়া ধরা পড়েছে। বর্তমানে চিকিৎসা চলছে। দুর্ভাগ্যজনক হলেও সত্যি, এবারে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (KIFF) উপস্থিত থাকতে পারব না।” এই বার্তার পরই মন ভারাক্রান্ত হয়ে উঠেছে তাঁর অগণিত ভক্তদের। প্রতিবছর যে উৎসবে তিনি নিয়মিত উপস্থিত থাকেন, সেখানে এবার তিনি থাকবেন না।
তবে অসুস্থতার মাঝেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, “প্রতিবছর এই অসাধারণ উদ্যোগের জন্য আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই দিদিকে। সিনেমার এই উৎসবকে তিনি বারবার এত বিশেষ করে তোলেন।”
প্রসঙ্গত, ছোটপর্দার অন্যতম প্রিয় মুখ সৌমিতৃষা আগে কিডনিতে স্টোনের যন্ত্রণায় বেশ ভুগেছিলেন। দীর্ঘ দিন তিনি কাজ থেকে দূরে ছিলেন। সেই কঠিন সময় পেরিয়ে তিনি ‘প্রধান’ এবং ‘১০ই জুন’-এর পর নতুন প্রজেক্ট ‘কালরাত্রি ২’-এর শুটিংও শেষ করেন। সম্প্রতি তাঁকে বিসর্জন কার্নিভাল, তৃণমূলের মঞ্চে, এমনকি মুখ্যমন্ত্রীর মিছিলেও দেখা গিয়েছিল। মনে করা হচ্ছিল, তিনি যেন জীবনের ছন্দ ফিরে পেয়েছেন। কিন্তু এই আনন্দের মাঝেই ম্যালেরিয়া তাঁকে আবার বিছানায় ফিরিয়ে দিল।
তাঁর পোস্টে অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন কমেন্ট সেকশন, দ্রুত সুস্থতার জন্য চলছে প্রার্থনা।