সুপারহিট ‘লায়ন কিং’-এর অভিনেত্রীর মর্মান্তিক পরিণতি! ২৫ বছর বয়সেই প্রেমিক হাতে খুন ইমানি স্মিথ?

বিনোদন দুনিয়ায় নেমে এল শোকের ছায়া। ডিজনির কালজয়ী নাটক ‘দ্য লায়ন কিং ব্রডওয়ে’-তে ‘ইয়ং নালা’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করা ২৫ বছর বয়সী অভিনেত্রী ইমানি স্মিথ (Imani Smith) আর নেই। গত ২১শে ডিসেম্বর রবিবার রাতে নিউ জার্সির এডিসনে নিজের বাসভবনেই নৃশংসভাবে খুন হন এই প্রতিভাবান শিল্পী। এই হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশ ইতিমধ্যেই ইমানির প্রেমিক জর্ডন ডি জ্যাকসনকে গ্রেফতার করেছে।

রক্তাক্ত অবস্থায় উদ্ধার দেহ: নিউ জার্সির মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটর অফিস সূত্রে জানা গিয়েছে, ঘটনার রাতে ৯১১ নম্বরে একটি জরুরি ফোন আসে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেখে, ইমানি স্মিথের শরীরে একাধিকবার ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত রবার্ট উড জনসন ইউনিভার্সিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানানো হয়েছে, অতিরিক্ত রক্তক্ষরণ এবং ছুরিকাঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।

অভিযুক্ত প্রেমিক ও পুলিশের পদক্ষেপ: তদন্তকারীরা জানিয়েছেন, ইমানি এবং জর্ডন একে অপরকে দীর্ঘকাল ধরে চিনতেন। এটি কোনো আকস্মিক হামলা নয়, বরং পূর্বপরিকল্পিত বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ জর্ডন ডি জ্যাকসনের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন লঙ্ঘন এবং শিশু কল্যাণ বিপন্ন করার মতো একাধিক গুরুতর ধারায় মামলা দায়ের করেছে। বর্তমানে সে মিডলসেক্স কাউন্টি অ্যাডাল্ট কারেকশনাল সেন্টারে বন্দি রয়েছে। তবে ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড, তা নিয়ে এখনও মুখ খোলেনি পুলিশ।

অসমাপ্ত জীবন ও শোকস্তব্ধ পরিবার: ইমানির মৃত্যুতে দিশেহারা তাঁর পরিবার। মাত্র তিন বছর বয়সী এক শিশুসন্তানকে রেখে চলে গেলেন তিনি। ইমানির আত্মীয় কিরা হেলপার একটি আবেগঘন পোস্টে লিখেছেন, “ইমানির সামনে পুরো জীবন পড়ে ছিল। ও ছিল প্রাণবন্ত এবং অত্যন্ত প্রতিভাবান। ব্রডওয়ের মঞ্চে ওর অভিনয় লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছিল।” ইমানির বাবা-মা এবং দুই ছোট ভাইবোন এই ঘটনায় পুরোপুরি ভেঙে পড়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শোকের বন্যা: অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভক্তরা শোকপ্রকাশ করেছেন। নেটদুনিয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন নারী নিরাপত্তা নিয়ে। এক নেটিজেন লিখেছেন, “শান্তিতে ঘুমান ইমানি, এই ঘটনা মেনে নেওয়া যায় না।” অন্য একজন লিখেছেন, “ভয়াবহ! নিজের ঘরের মানুষের হাতেও কি মহিলারা নিরাপদ নন?” ব্রডওয়ে থিয়েটার মহলও এই প্রতিভাবান অভিনেত্রীর অকাল মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy