সুপারস্টারদের ঠাসা অনুষ্ঠান, তালিকায় জিৎ থেকে জাভেদ আলী! দুর্গাপুর উৎসবে চাঁদের হাট

শীতের শুরুতেই দুর্গাপুরবাসীর জন্য বড় সুখবর। আগামী ৫ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজীব গান্ধী মেলা ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় বর্ষের দুর্গাপুর উৎসব। শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এই দশ দিনব্যাপী সাংস্কৃতিক মহোৎসবে আগত বিশিষ্ট শিল্পীদের তালিকা ঘোষণা করা হলো।আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)-এর চেয়ারম্যান কবি দত্ত এবং জেলা তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এক সাংবাদিক বৈঠকে এবারের উৎসবের বিশেষ আকর্ষণ ও আয়োজন তুলে ধরেন। উদ্বোধনী দিন থেকেই তারকাদের ঝলকানি এবং প্রতিটি দিনেই নতুন আকর্ষণ থাকছে।দুর্গাপুর উৎসবের সম্পূর্ণ শিল্পী তালিকা:তারিখবিশেষ আকর্ষণ৫ ডিসেম্বর (উদ্বোধন)টলিউড সুপারস্টার জিৎ৬ ডিসেম্বরবিশিষ্ট সঙ্গীতশিল্পী তন্ময় সাহা৭ ডিসেম্বরস্থানীয় খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় বাংলা ও হিন্দি গানের মনোজ্ঞ সন্ধ্যা৮ ডিসেম্বরদেশের খ্যাতনামা সমাজসেবী ও শিল্পী পালক ও পলাশ মুছল৯ ডিসেম্বরসুপরিচিত শিল্পী মনোময় ভট্টাচার্য১০ ডিসেম্বরজনপ্রিয় ক্যাকটাস ব্যান্ড১১ ডিসেম্বরবিশিষ্ট সঙ্গীতশিল্পী সাহানা বক্সী, সৌমি ভট্টাচার্য এবং কেশব দে১২ ডিসেম্বরবহুল জনপ্রিয় নন্দী সিস্টার্স১৩ ডিসেম্বরবিশিষ্ট শিল্পী ইন্দ্রনীল সেন১৪ ডিসেম্বরদুর্গাপুরের স্থানীয় প্রখ্যাত শিল্পীদের পরিবেশনা১৫ ডিসেম্বর (সমাপনী)বলিউড-টলিউডের নামী সঙ্গীতশিল্পী জাভেদ আলী (সর্বোচ্চ আকর্ষণ)সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান চন্দন দত্ত এবং অন্যান্য বিশিষ্টজনেরা। এই উৎসব শিল্প, সংস্কৃতি ও বিনোদনের এক সমৃদ্ধ মিলনমেলায় পরিণত হতে চলেছে, যার জন্য শহরবাসী ইতিমধ্যেই প্রবল উত্তেজনা ও অপেক্ষায় দিন গুনছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy