জীবনের বাস্তবতা অনেক সময় সিনেমাকেও হার মানায়, যেখানে অতীত আর বর্তমান মিশে যায় এক ফ্রেমে—বিচ্ছেদের ব্যথা পেরিয়ে জন্ম নেয় নতুন সম্পর্ক। গায়ক দুর্নিবার সাহার প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং হৃতজিৎ রায়চৌধুরীর প্রেমের আখ্যান যেন সেই অবিশ্বাস্য চিত্রনাট্যই মনে করিয়ে দেয়। সম্প্রতি নীরবে বিয়ে সেরেছেন এই জুটি।
ভাঙা সংসার ও বিতর্কের ঝড়
মীনাক্ষী মুখোপাধ্যায় একসময় গায়ক দুর্নিবার সাহার প্রথম স্ত্রী হিসেবে পরিচিত ছিলেন। ২০২১ সালে ধুমধাম করে বিয়ে হলেও, তাঁদের সেই সাজানো সংসার এক বছরের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে যায়। তিক্ততার মধ্যে দিয়েই তাঁদের বিচ্ছেদ ঘটে। এরপর ২০২৩ সালে দুর্নিবার বিয়ে করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্তসহায়ক মোহর ওরফে ঐন্দ্রিলা সেনকে।
এক ফ্রেমে দুই প্রাক্তনের প্রাক্তন
ঠিক এখানেই গল্পের মোড় নেয়। জানা যায়, মীনাক্ষীর বর্তমান স্বামী হৃতজিৎ রায়চৌধুরি একসময় দুর্নিবারের বর্তমান স্ত্রী মোহর ওরফে ঐন্দ্রিলা সেনের প্রাক্তন প্রেমিক ছিলেন! হৃতজিৎ কলকাতার এক নামী প্রযোজনা সংস্থায় ছবির কালার কারেকশনের দায়িত্বে আছেন। সময়ের সঙ্গে নিজেদের প্রাক্তনের প্রাক্তন সঙ্গীর মাঝেই মনের মানুষ খুঁজে পেলেন মীনাক্ষী ও হৃতজিৎ। বাস্তবকে ছাপিয়ে এই প্রেমের গল্প এখন ইন্ডাস্ট্রির নতুন চর্চা।
বিয়ে সেরে ফেললেন মীনাক্ষী-হৃতজিৎ
সূত্রের খবর, মীনাক্ষী এবং হৃতজিৎ বেশ কিছুদিন আগেই বিয়ে সেরে ফেলেছেন। বৃহস্পতিবার একসঙ্গে তাঁরা এক গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করেছেন। সেখানেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নেবেন নবদম্পতি।
জীবনের নতুন অধ্যায় প্রসঙ্গে মীনাক্ষী আজকাল ডট ইন-কে বলেন, “এখনও পুরো প্রক্রিয়াটার মধ্যে দিয়ে যাচ্ছি। প্রস্তুতির কারণে খুবই ব্যস্ত। তাই এই মুহূর্তে কিছু বলতে চাই না।”
দুর্নিবারের সঙ্গে সম্পর্কে রাখঢাক না থাকলেও, এবার যেন অনেক বেশি সতর্ক মীনাক্ষী। সোশ্যাল মিডিয়ায় প্রণয়ের কোনো আভাস রাখেননি তিনি। একে অপরকে ফলো করলেও, প্রকাশ্যে ভালবাসার কোনো ইঙ্গিত নেই। যেন আলোচনার বাইরে, নিভৃতেই নিজেদের সম্পর্ককে লালন করতে চাইছেন এই নতুন জুটি।