জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের (Zubeen Garg) সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যুর ঘটনায় তিন মাস পর চার্জশিট দাখিল করল অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই মৃত্যুকে “খুন” বলে মন্তব্য করার পর মামলাটি নতুন মাত্রা পেয়েছিল।
২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সাঁতার কাটার সময় জুবিন গর্গের মৃত্যু হয়। তিনি ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সেখানে গিয়েছিলেন। উৎসব শুরুর আগে, ১৯ সেপ্টেম্বর, ইয়ট ভ্রমণে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় তিনি জ্ঞান হারান।
খুন ও ষড়যন্ত্রের ধারা
প্রথমত ফৌজদারি ষড়যন্ত্র এবং অবহেলার কারণে মৃত্যুর ধারায় সিআইডি মামলা দায়ের করা হয়েছিল, পরে এর সঙ্গে খুনের ধারাও যুক্ত করা হয়। এই ঘটনার তদন্তে নামে অসম পুলিশের বিশেষ তদন্তকারী দল (SIT)।
গত মাসেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় স্পষ্ট ঘোষণা করেন, “প্রথম দিন থেকেই এটি একটি খুনের মামলা ছিল। অভিযুক্ত শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, অমৃতপ্রভা মহন্ত এবং শেখর জ্যোতি গোস্বামী খুনের মামলায় আটক রয়েছেন।” তিনি আরও দাবি করেছিলেন যে, ধৃতদের মধ্যে একজন তাঁকে হত্যা করেছে এবং অন্যরা সহায়তা করেছে।
আটক হয়েছেন ৭ জন
এসআইটি গৌহাটির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট এবং অন্যান্য প্রাসঙ্গিক নথি জমা দিয়েছে। এই মামলায় এ পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে আটক করা হয় উৎসবের আয়োজক শ্যামকানু মহন্ত এবং গর্গের ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে।
এছাড়াও, জুবিনের তুতো ভাই এবং অসম পুলিশ সার্ভিসের অফিসার সন্দীপন গর্গ, তাঁর ব্যান্ডের দুই সদস্য শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্তকেও গ্রেফতার করা হয়েছে। জুবিনের দুই পার্সোনাল সিকিউরিটি অফিসার (PSO) পরেশ বৈশ্য এবং নন্দেশ্বর বোরাহও আটক রয়েছেন। এই চার্জশিটে এখন খুনের ধারা বজায় থাকছে কি না, সেদিকেই নজর ওয়াকিবহাল মহলের।