সলমনের ‘নো এন্ট্রি ২’-এর আগেই বড় ঘোষণা! আনিস বাজমির নতুন ছবিতে দ্বৈত চরিত্রে রণবীর কাপুর না কার্তিক আরিয়ান?

বলিউডের জনপ্রিয় কমেডি পরিচালক আনিস বাজমি এবার নিজের ছবির ঘরানায় বড় বদল আনতে চলেছেন। তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘নো এন্ট্রি মে এন্ট্রি’ (নো এন্ট্রি ২)-এর কাজ শুরু করার আগেই তিনি হাত দিচ্ছেন একদম নতুন একটি প্রজেক্টে, যার নাম ‘রাম অউর শ্যাম’। যদিও এই নামটি দিলীপ কুমারের ১৯৬৭ সালের কালজয়ী ক্লাসিকের কথা মনে করিয়ে দিতে পারে, কিন্তু সূত্রের খবর—এটি কোনও রিমেক নয়, বরং নতুন প্রজন্মের জন্য সেই ‘টুইন থিম’-এর এক একদম আধুনিক ব্যাখ্যা।

নায়ক বাছাই নিয়ে জোর দৌড়
জানা গিয়েছে, আগামী বছরের শুরুতেই বাজমি এই ছবির কাজ শুরু করবেন। বর্তমানে গল্প, চিত্রনাট্য ও চরিত্রের খসড়া প্রায় চূড়ান্ত পর্যায়ে। এখন চলছে নায়ক বাছাই নিয়ে চূড়ান্ত দৌড়। এই ছবিতে দ্বৈত চরিত্রে (Double Role) দেখা যেতে পারে—রণবীর কাপুর, রণবীর সিং এবং কার্তিক আরিয়ান-কে।

তবে তার মধ্যেও পরিচালক আনিস বাজমির প্রথম পছন্দ নাকি কার্তিক আরিয়ান।

শিডিউল জটিলতায় বাজমির বিকল্প ভাবনা
মুশকিল তৈরি হয়েছে তারকাদের ঠাসা শিডিউল নিয়ে। ছবি ঘনিষ্ঠসূত্রের কথায়, তিন তারকার হাতেই বড় প্রজেক্ট রয়েছে:

রণবীর সিং জানুয়ারিতে শুরু করছেন ‘ডন ৩’।

কার্তিক আরিয়ান ব্যস্ত থাকবেন ‘নাগজিলা’ নিয়ে।

রণবীর কাপুর ‘লভ অ্যান্ড ওয়ার’-এর পর ঝাঁপিয়ে পড়বেন ‘ধুম ৪’-এর প্রস্তুতিতে।

তাই বাজমি স্যার বিকল্প হিসেবে শাহিদ কাপুরকেও ভাবছেন। যদি সব তারকার তারিখ মেলে, তাহলে ফেব্রুয়ারির শেষেই ছবির শুটিং শুরু হতে পারে।

বাজমির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এই ‘রাম অউর শ্যাম’ হবে তাঁর নিজস্ব ধাঁচের কমেডি ড্রামা। ডাবল রোল, কনফিউশন এবং পরিচালকের স্বাক্ষরধর্মী হিউমার—সব মিলিয়ে ছবিটি এক বড় বিনোদনের প্যাকেজ হতে চলেছে।

উল্লেখ্য, আনিস বাজমি গত দুই দশকে ‘নো এন্ট্রি’, ‘ওয়েলকাম’, ‘সিং ইজ কিং’ এবং ব্লকবাস্টার ‘ভুল ভুলাইয়া ২’ ও ‘৩’-এর মতো হিট ছবি দিয়ে বলিউডের অন্যতম সফল বাণিজ্যিক পরিচালক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এখন দেখার, ‘নো এন্ট্রি ২’-এর আগে তাঁর এই নতুন পরীক্ষা ‘রাম অউর শ্যাম’ কী চমক দেয় বলিউডকে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy