দীর্ঘদিনের জল্পনায় এবার সিলমোহর দিলেন অভিনেত্রী সোনম কাপুর। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলেছেন অনিল কাপুর কন্যা। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এক ইউনিক স্টাইলে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করলেন ‘রাঞ্ঝনা’ অভিনেত্রী।
কয়েক মাস ধরে ভক্তদের অপেক্ষায় রাখার পর, সোনম কাপুর এদিন ইনস্টাগ্রামে রাজকুমারী ডায়ানার অনুপ্রাণিত গোলাপি রঙের পোশাক পরে নিজের ‘বেবি বাম্প’-এর ছবি শেয়ার করেন। ক্যাপশনে শুধু লেখেন, ‘মা’। তবে কেবল ছবিই নয়, সোশ্যাল মিডিয়ায় তিনি তাঁর দ্বিতীয় সন্তানের পৃথিবীতে আসার ডেটও জানিয়ে দিয়েছেন।
কবে আসছে দ্বিতীয় সন্তান?
এদিন অভিনেত্রী ইনস্টাগ্রাম স্টোরিতে তাঁর ডিউ ডেট প্রকাশ করে লেখেন, “কামিং স্প্রিং 2026″। অর্থাৎ আগামী বছর বসন্তকালে সোনম ও স্বামী আনন্দ আহুজার জীবনে দ্বিতীয়বার নতুন অতিথি আসতে চলেছে। সোনম ও ব্যবসায়ী আনন্দ আহুজার জীবনে তাঁদের প্রথম সন্তান বায়ু এসেছিল ২০২২ সালের অগস্ট মাসে। এখন তাঁদের ছেলের বয়স ৩ বছর।
ফ্যাশন আইকন হিসেবে পরিচিত এই অভিনেত্রী দ্বিতীয়বার মা হওয়ার খবর সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য প্রিন্সেস ডায়ানা অনুপ্রাণিত গোলাপি রঙের একটি বিশেষ পোশাক বেছে নেন। এই স্টাইল স্টেটমেন্টে তাঁকে সাহায্য করেছেন বোন রিয়া কাপুর।
সোনম কাপুর পরিচালক সঞ্জয় লীলা বনসালির ২০০৫ সালের ‘ব্ল্যাক’-এ সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। তিনি ২০০৭ সালে বনসালির রোমান্টিক ড্রামা ‘সাওয়ারিয়া’ সিনেমা দিয়ে বিটাউনে আত্মপ্রকাশ করেন। এরপর ‘ভাগ মিলখা ভাগ’, ‘সঞ্জু’, ‘নীরজা’ এবং ‘বীরে দি ওয়েডিং’-এর মতো সফল সিনেমায় তাঁকে দেখা গিয়েছে।