রামায়ণের জন্য মদ্যপান ত্যাগ! কঠোর ‘সাত্ত্বিক’ জীবনে রণবীর-রবি দুবে, মুক্তির আগে প্রকাশ্যে বড় তথ্য

পরিচালক নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এ রামের ভূমিকায় রণবীর কাপুরের কাস্টিং নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলা বিতর্কের মাঝেই অভিনেতার পাশে দাঁড়ালেন আধ্যাত্মিক গুরু সদগুরু (Sadhguru)। অভিনেতা উপযুক্ত নন বলে যে সমালোচনা চলছে, সদগুরু তাকে ‘অন্যায্য’ বলে আখ্যা দিয়েছেন।

রণবীরকে নিয়ে সদগুরু ও প্রযোজকের মন্তব্য:

সম্প্রতি প্রযোজক নমিত মালহোত্রার সঙ্গে এক আলোচনায় নমিত আফসোস প্রকাশ করে বলেন যে, মানুষ রণবীরের অতীতের বিতর্কগুলিকে টেনে এনে তাঁকে রামের চরিত্রের জন্য অযোগ্য বলছেন। এর জবাবে সদগুরু বলেন, “একজন অভিনেতাকে তাঁর অতীত বা কাজ দিয়ে বিচার করা অন্যায়। তিনি তো বাস্তবে রাম হয়ে যাচ্ছেন না। আগামীকাল তিনি অন্য কোনও ছবিতে রাবণও হতে পারেন!”

অন্যদিকে, রাবণের চরিত্রে অভিনেতা যশের কাস্টিং নিয়েও কথা হয়। সদগুরু যশকে ‘আকর্ষণীয় ব্যক্তি’ বলে মন্তব্য করেন। প্রযোজক নমিত মালহোত্রা জানান, যশ একজন অসাধারণ প্রতিভাবান সুপারস্টার। তাঁরা রাবণের সমস্ত দিক—তাঁর ভক্তি, গভীরতা ও বুদ্ধিমত্তা—দেখাতে চান, যা কেবল যশই ফুটিয়ে তুলতে পারবেন।

চরিত্রের জন্য কঠোর পরিবর্তন রণবীরের:

বিতর্কের মাঝেই জানা গিয়েছে, রণবীর কাপুর এই চরিত্রে নিজেকে পূর্ণতা দিতে ব্যক্তিগত জীবনে কঠোর পরিবর্তন এনেছেন। চরিত্রের আধ্যাত্মিক শৃঙ্খলা বজায় রাখতে তিনি:

কঠোর সাত্ত্বিক আহার গ্রহণ করছেন।

নিয়মিত ব্যায়াম ও ধ্যানের অভ্যাস গড়ে তুলেছেন।

মদ্যপান পুরোপুরি ছেড়ে দিয়ে নিরামিষভোজী হয়েছেন।

লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করা রবি দুবেও জানান, তিনিও চরিত্রের গভীরতা ফুটিয়ে তুলতে নিজের জীবনধারা ও রুটিনে বড় পরিবর্তন এনেছেন।

পোস্ট-প্রোডাকশন এবং মুক্তির সময়:

সূত্রের খবর অনুযায়ী, ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর শুটিং ২০২৫ সালের জুনেই শেষ হয়েছে। পরিচালক নীতেশ তিওয়ারি প্রথম পর্বের সম্পাদনা চূড়ান্ত করে সময়সীমা নির্ধারণ করেছেন। বর্তমানে নির্মাতারা ভিএফএক্স-পর্বে মনোনিবেশ করছেন, যা প্রায় ৩০০ দিন ধরে চলবে। বিশ্বব্যাপী মুক্তির পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ: পার্ট ওয়ান’ মুক্তি পাবে ২০২৬-এর দীপাবলিতে এবং ‘পার্ট টু’ আসবে তার পরের বছরের দীপাবলিতে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy