‘রামপ্রসাদ’ এন্ট্রি নিল ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’তে! সিদ্ধার্থ ঘোষের ফেরা নিয়ে গল্পের মোড় ঘুরবে কি?

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’‌ শুরু থেকেই টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে। গল্পের নানা ট্যুইস্টের কারণে দর্শকের আগ্রহ অব্যাহত। ভবানীর জন্ম থেকে শুরু করে বিয়ে, তারাপীঠের মন্দিরের সঙ্গে যোগ এবং শেষে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পুরো কাহিনির কোলাজ দেখাচ্ছে এই মেগা।

গল্পে নতুন মোড়: রামপ্রসাদ ও লোকনাথের আগমন

ধারাবাহিকে এখন দেখা যাচ্ছে বিধবা ভবানীর নতুন জীবন। যুদ্ধক্ষেত্রে স্বামী রামকান্তের প্রাণ হারানোর পর মেয়ে তারাসুন্দরী ও জামাইকে নিয়ে তিনি বগুড়ায় দেবী দর্শনে গিয়েছেন। ভবানী কালী মন্দির দর্শন করতেই দেখেন, দেবীর ত্রিশুল থেকে রক্ত গড়িয়ে পড়ছে—যা এক মারাত্মক বিপদের সংকেত। মন্দিরের পুরোহিত এটিকে মড়ক লাগার ইঙ্গিত জানালে ভবানী সঙ্গে সঙ্গে বলেন, এই বিপদ থেকে একমাত্র রামপ্রসাদই উদ্ধার করতে পারেন।

সদ্য প্রকাশ্যে আসা নতুন প্রোমোয় ‘রামপ্রসাদ’-এর চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা সিদ্ধার্থ ঘোষকে, যিনি এর আগে ‘কথা’ ধারাবাহিকে ছোটকাকার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। সিদ্ধার্থের ফেরা নিয়ে তাঁর অনুরাগীরা উচ্ছ্বসিত। ইতিহাসে ভবানী ও রামপ্রসাদের একাধিক আধ্যাত্মিক সংযোগ রয়েছে, যা এবার ধারাবাহিকে তুলে ধরা হবে।

পার্থ বেরার প্রত্যাবর্তন ও লোকনাথ দর্শন:

প্রসঙ্গত, ভবানীর মেয়ে তারাসুন্দরীর স্বামীর চরিত্রে ফের ফিরেছেন জনপ্রিয় অভিনেতা পার্থ বেরা। অন্যদিকে, কিছুদিন আগেই নাটোর রাজবাড়িতে শিবপুজোর সময় আরেক গুরুত্বপূর্ণ চরিত্র লোকনাথ দেবের প্রবেশ দেখানো হয়। গাজন উৎসবে ভবানীর বিরুদ্ধে চক্রান্ত করে দুধের কলসিতে কালি মেশানো হলে, এক তরুণ সন্যাসী এসে সেই দুধ শিবের মাথায় ঢালেন এবং ভবানীকে জানান যে শিব বিষ পান করেছিলেন, তাই এই কালি মেশানো দুধ তিনি গ্রহণ করবেন। সেই সন্যাসীই নিজেকে লোকনাথ বলে পরিচয় দেন। এই দুই ঐতিহাসিক ও আধ্যাত্মিক চরিত্রের আগমনে ভবানীর গল্পে এখন এক নতুন মোড় আসতে চলেছে বলে ধারণা করা হচ্ছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy