‘রামকান্ত’ কি ফিরছেন রাজার বেশে? না, বড় টুইস্ট আসছে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’-তে, অভিনেতার লুকে বিরাট পরিবর্তন

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ টিআরপি-তে শুরুর থেকেই নিজেদের জায়গা পাকা করে রেখেছে। সম্প্রতি গল্পের টুইস্টে এই ধারাবাহিকটি এখন দর্শকের আলোচনার কেন্দ্রে। রাণী ভবানীর (রাজনন্দিনী) জীবনে এখন নেমে এসেছে এক নতুন সংকট।

ধারাবাহিকে দেখানো হচ্ছে— রাণী ভবানীর স্বামী রামকান্ত যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। এই খবর পেয়ে ভবানী বর্তমানে বিধবার বেশে নাটোরে রাজসিংহাসনে বসে রাজপাট সামলাচ্ছেন। তবে ভবানীর মনে দৃঢ় বিশ্বাস, তার স্বামী নিহত হননি, বরং এটি দেবীপ্রসাদের চক্রান্ত। দেবীপ্রসাদের চক্রান্তের শিকার হয়েই রামকান্ত এখন নিখোঁজ। ভবানী মনে মনে জানে, একদিন রামকান্ত ঠিক ফিরবে।

ইতিহাসেও রয়েছে সেই কথা। তাই এখন সিরিয়ালপ্রেমীদের একটাই প্রশ্ন— কবে আবার নাটোরে ফিরবেন রামকান্ত?

সন্ন্যাসীর বেশে ফিরছেন ‘রামকান্ত’
টলিপাড়ার অন্দরের খবর অনুযায়ী, খুব তাড়াতাড়ি ধারাবাহিকে ফিরছেন পর্দার ‘রামকান্ত’ ওরফে অভিনেতা সায়ন বসু। আর এবার তাঁর লুকে থাকবে বিরাট চমক।

সূত্রের খবর, রাজার বেশে নয়, এবার সন্যাসীর বেশে নাটোরের রাজবাড়িতে প্রবেশ করবেন রামকান্ত। যুদ্ধক্ষেত্রে তাঁর সঙ্গে যে চক্রান্ত হয়েছিল, তা ফাঁস করার দিন এগিয়ে এসেছে। রামকান্তকে উদ্ধার করে সন্যাসীদের দল। আধ্যাত্মিক রামকান্ত এতদিন ভগবানের সেবায় নিমজ্জিত ছিলেন। অবশেষে সেই সন্যাসীর বেশেই নাটোরে ফিরে আসবেন তিনি।

আগের শপথ রক্ষা করে চলেছেন রাণী ভবানী
এর আগেও একবার দেবীপ্রসাদের চক্রান্তে মৃত্যুমুখে পড়েছিল রামকান্ত, তখন ভবানী জীবন বাজি রেখে তাঁকে রক্ষা করেছিল। চক্রান্তের আড়ালে থাকলেও ভবানী ঠিক চিনে ফেলেছিল আসল অপরাধীকে।

একবার রামকান্তর রাজ্যাভিষেকের দিন দেবীপ্রসাদ বাধা দিয়েছিল এবং জানিয়েছিল রামকান্তর রাজা হওয়ার কোনো যোগ্যতা নেই। সেই সময় রণংদেহী মূর্তি ধারণ করে তরোয়াল দিয়ে দেবীপ্রসাদের ঔদ্ধত্য দমিয়ে দিয়েছিল ভবানী। সে হুংকার দিয়ে জানিয়েছিল, “যতদিন ভবানী থাকবে এই রাজ সিংহাসন রক্ষা করবে। এটাই ভবানীর রাজ শপথ।” সেই শপথ ভবানী আজও রক্ষা করে চলেছে।

এখন দেখার, সন্ন্যাসীর বেশে ফেরা রামকান্তকে চিনতে পারবে তো রাণী ভবানী? গল্পের নতুন মোড় কোন দিকে যায়, সেটাই এখন দেখার।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy