রাত দেড়টায় তীব্র গতিতে এসে বাইকে ধাক্কা! অভিনেত্রী দিব্যা সুরেশের গাড়ি কীভাবে ঘটাল বেঙ্গালুরুতে দুর্ঘটনা?

হিট অ্যান্ড রান কাণ্ডে অভিযুক্তের খোঁজ চলছিল গত সাত দিন ধরে। অবশেষে রাস্তার ধারে থাকা সিসিটিভি ফুটেজ সেই রহস্যের সমাধান করল। বেঙ্গালুরুর ব্যাতারায়ণপুরা এলাকায় সেই হিট অ্যান্ড রান কেসের অভিযুক্ত হিসেবে উঠে এসেছে জনপ্রিয় কন্নড় অভিনেত্রী এবং প্রাক্তন বিগ বস প্রতিযোগী দিব্যা সুরেশের নাম। অভিযুক্তের খোঁজ পেতেই জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ৪ অক্টোবর রাত দেড়টা নাগাদ ব্যাতারায়ণপুরা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দীপাঞ্জলিনগরের বাসিন্দা কিরণ জি. এই বিষয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারী জানিয়েছেন যে, আহতদের চিকিৎসা চলার কারণে পুলিশে অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে।

অভিযোগকারীর দাবি, ওই দিন কিরণ, অনুষা এবং অনিতা বাইকে করে ফিরছিলেন। সেই সময় ব্যাতারায়ণপুরা থানার দিক থেকে তীব্র গতিতে আসা দিব্যা সুরেশের গাড়িটি ওই তিন বাইক আরোহীকে ধাক্কা মারে। তারা রীতিমতো ছিটকে পড়েন।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, গাড়িটি বাইকে সজোরে ধাক্কা দেয় এবং দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অনুশা ও কিরণের অল্প বিস্তর আঘাত লাগলেও গুরুতর চোট পান অনিতা। তাঁর পা ভেঙে গিয়েছে এবং অস্ত্রোপচার করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসক। যার খরচ প্রায় ২ লাখ টাকা।

ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং ভারতীয় মোটরযান আইনের সংশ্লিষ্ট ধারায় গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

তবে, পুলিশ এই দাবিও যাচাই করছে যে বাইক আরোহীরা কুকুরের ঘেউ ঘেউ এড়াতে গাড়ির দিকে সামান্য ঘুরেছিলেন, যা দুর্ঘটনার কারণ হতে পারে।

এদিকে, অনিতার পরিবার জানিয়েছে যে তাঁর অস্ত্রোপচারের জন্য ২ লাখ টাকা খরচ হবে এবং ডাক্তাররা তাঁকে বেড রেস্ট নেওয়ার পরামর্শ দিয়েছেন। পুলিশের মতে, দিব্যা সুরেশ বর্তমানে একটি প্রোজেক্টের শুটিংয়ে ব্যস্ত আছেন। খুব তাড়াতাড়ি তাঁকে হিট অ্যান্ড রান মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হবে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy