অপেক্ষার অবসান! ‘ধুরন্ধর’ (Dhurandhar) সিনেমার ট্রেন্ডিং টাইটেল ট্র্যাকের পর এবার প্রকাশ্যে এলো বহু প্রতীক্ষিত ট্রেলার। রণবীর সিং, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর. মাধবনের চোখা সংলাপ, তীক্ষ্ণ অ্যাকশন ও ইনটেন্স লুকে সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘ধুরন্ধর’-এর ট্রেলার।
‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ খ্যাত পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar) পরিচালনায় এই মাল্টিস্টারার অ্যাকশন স্পাই থ্রিলারটিতে রয়েছেন একের পর এক শক্তিশালী অভিনেতা। জিও স্টুডিও, সারেগামা ইন্ডিয়া এবং বি62 স্টুডিয়ো প্রযোজিত এই সিনেমাটি মুক্তি পেতে চলেছে 5 ডিসেম্বর। অর্থাৎ বড়দিনের আগেই রুপোলি পর্দায় এক বড়সড় ধামাকা নিয়ে আসছে ‘ধুরন্ধর’।
ট্রেলারে নজর কাড়ল যেসব চরিত্র
আদিত্য ধরের লেখা ও পরিচালনায় এই সিনেমায়:
রণবীর সিংকে দেখা যাবে ‘র’ (RAW) এজেন্টের ভূমিকায়। তাঁর ক্ষুরধার অ্যাকশন দর্শকদের মধ্যে দারুণ কৌতূহল সৃষ্টি করেছে।
আর. মাধবন-এর লুক প্রথম থেকেই ইন্টারনেটে ঝড় তুলেছে। ট্রেলারে তাঁকে ভারতের প্রাক্তন গোয়েন্দা ব্যুরো প্রধান এবং বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-এর ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। রণবীর সিং তাঁকে ‘কর্মের সারথি’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
সঞ্জয় দত্তের লুকও দুর্ধর্ষ, তাঁকে ‘দ্য জিন’ বলে সম্বোধন করা হয়েছে।
এছাড়াও অক্ষয় খান্না এবং অর্জুন রামপালের মতো শক্তিশালী অভিনেতাদের একসঙ্গে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগী মহল।
‘ধুরন্ধর’ সিনেমার প্রতিটা চরিত্রের ইনটেন্স লুক আলাদা করে নজর কেড়েছে। এখন দেখার, 5 ডিসেম্বর সিনেমাটি দর্শক মনে এবং বক্সঅফিসে কতটা প্রভাব ফেলে।