‘রক্ত দিয়ে লেখা আই লাভ ইউ’! জনপ্রিয় অভিনেতা শরদ মালহোত্রাকে ভক্তের ভয়ঙ্কর উপহার, আতঙ্কের সেই স্মৃতি ফাঁস

জনপ্রিয় টেলিভিশন অভিনেতা শরদ মালহোত্রা (Sharad Malhotra) সম্প্রতি তাঁর অভিনয় জীবনের শুরুর দিকের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা জনসমক্ষে এনেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর এক অনুরাগী তাঁকে এমন একটি উপহার পাঠিয়েছিলেন, যা ভালোবাসার চেয়েও বেশি আতঙ্ক সৃষ্টি করেছিল।

অভিনেতার কথায়, ভক্তের ভালোবাসার প্রকাশ যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন তা একজন তারকার কাছে কেমন ভয়াবহ হতে পারে, সেই অভিজ্ঞতাই ভাগ করে নিয়েছেন তিনি।

তোয়ালের ওপর ‘রক্তের ত্যাগ’
শরদ মালহোত্রা জানান, ঘটনাটি ঘটেছিল তাঁর প্রথম ধারাবাহিকের সময়। এক রাতে শুটিং সেরে বাড়ি ফেরার পর সিকিউরিটি গার্ড তাঁর হাতে একটি প্যাকেট তুলে দেন।

শরদ বলেন, “ঘরে এসে প্যাকেট খুলে দেখি, ভিতরে একটি তোয়ালে। সেটির ওপর লাল রঙে লেখা ‘আই লাভ ইউ’। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো কোনও অদ্ভুত লাল রং, কিন্তু দেখতে সেটি রঙের মতো লাগছিল না। তখনও আমি আসল বিষয়টি বুঝতে পারিনি।”

কিন্তু এর কিছু দিন পরেই সেই অনুরাগী অভিনেতাকে ফেসবুকে বার্তা পাঠান। শরদ জানান, “একদিন দেখি, ওই ব্যক্তির কাছ থেকে মেসেজ এসেছে— ‘কেমন লাগল আমার রক্তের ত্যাগ?’ তখনই আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে আমি তাকে ব্লক করি।”

ভক্তদের কাছে অভিনেতার বার্তা
এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর অভিনেতা তাঁর অনুরাগীদের কাছে এক বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, “আমি সকলকে অনুরোধ করব, নিজের রক্ত নষ্ট করবেন না— এটা অমূল্য। আমি আমার ভক্তদের ভালোবাসি, কিন্তু এমন চরম কিছু করে ভালোবাসা প্রকাশ করা কখনওই ঠিক নয়।”

শরদ মালহোত্রা ২০০৪ সালে ‘প্রিন্সেস ডলি অউর উসকা ম্যাজিক ব্যাগ’-এর মাধ্যমে ছোটপর্দায় অভিষেক করেন। ‘বনু মেঁ তেরি দুলহান’ ধারাবাহিকে সাগর প্রতাপ সিংয়ের চরিত্রে অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা পান। এরপর ‘মহারানা প্রতাপ’, ‘কসম তেরে প্যর কি’, ‘নাগিন ৫’-এর মতো জনপ্রিয় সিরিজে তাঁর অভিনয় আজও দর্শকদের মুগ্ধ করে। ছোটপর্দার পাশাপাশি তিনি বলিউড সিনেমাতেও অভিনয় করেছেন।

কিন্তু এত বছর পরও ভক্তের সেই অস্বাভাবিক উপহারের ঘটনা শরদের স্মৃতিতে এক ভয়াবহ অভিজ্ঞতা হয়ে রয়ে গিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy