যাদবপুরের স্মৃতি ফেরাল ‘হোক কলরব’! অন্তর্বাস পরা ছাত্রের ছাদ থেকে মরণঝাঁপ, রাজের টিজারে শিউরে উঠল বাংলা

২০২৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপের রহস্যমৃত্যু এবং র্যা গিংয়ের সেই ভয়াবহ স্মৃতি এখনও টাটকা বাঙালির মনে। সেই ঘটনার আড়াই বছর কাটতে না কাটতেই এবার বড়পর্দায় উঠে আসতে চলেছে সেই প্রতিবাদের গল্প। বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর সকালে প্রকাশ্যে এল রাজ চক্রবর্তী পরিচালিত নতুন ছবি ‘হোক কলরব’-এর টিজার। প্রথম ঝলকেই র্যা গিং ও প্রতিবাদের রুদ্ররূপ দেখে শিউরে উঠেছেন দর্শকরা।

টিজারে শিউরে ওঠা দৃশ্য: টিজারের শুরুতেই দেখা যাচ্ছে অন্তর্বাস পরা এক ছাত্র বৃষ্টির মধ্যে হোস্টেলের ছাদে দাঁড়িয়ে। পরক্ষণেই সেখান থেকে তার ঝাঁপ। স্বপ্নদীপের মৃত্যুর সেই ছায়া যেন এখানে স্পষ্ট। এরপরই শুরু হয় ছাত্র সমাজের প্রতিবাদ এবং পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। টিজারে র্যা গিংয়ের টুকরো ঝলকের পাশাপাশি উঠে এসেছে মিছিলে স্লোগান ও আগুনের বোতল ছোঁড়ার দৃশ্য।

শাশ্বত-র নয়া রূপ ‘ক্ষুদিরাম চাকি’: ‘প্রলয়’ বা ‘আবার প্রলয়’-এর অনিমেষ দত্তর মতো এখানেও শাশ্বত চট্টোপাধ্যায় পুলিশের পোশাকে নজর কেড়েছেন। তবে তাঁর চরিত্রের নাম এবার ‘ক্ষুদিরাম চাকি’। টিজারে একটি দৃশ্যে ছাত্রদের ছোঁড়া আগুনের বোতল হাতে ধরে তাঁকে বলতে শোনা যায়, “না আমি ঝুলি না, ঝোলাই।” এই একটি সংলাপেই তাঁর চরিত্রের তেজ ফুটে উঠেছে। এছাড়া পুলিশ অফিসারের ভূমিকায় দেখা মিলেছে রোহন ভট্টাচার্যর। ছাত্র নেতার চরিত্রে জন ভট্টাচার্য এবং ওম সাহানিও বেশ প্রভাবশালী।

মুক্তি ও প্রতিপক্ষ: শুভশ্রী গঙ্গোপাধ্যায় প্রযোজিত এই ছবিটি প্রেক্ষাগৃহে আসছে আগামী ২৩ জানুয়ারি, সরস্বতী পুজোর দিন। মজার বিষয় হলো, ওই একই দিনে মুক্তি পাচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি ‘ভানুপ্রিয়া ভাতের হোটেল’। ফলে বড়পর্দায় রাজ চক্রবর্তী বনাম উইন্ডোজের এক বড় টক্কর দেখার অপেক্ষায় দর্শকরা। রাজ চক্রবর্তী টিজার শেয়ার করে লিখেছেন, “মুখচোরা প্রতিবাদ নয়, এবার হোক কলরব।”

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy