‘মিসেস’ হয়ে এক বছর! প্রথম বিবাহবার্ষিকীতে শোভিতা-নাগা চৈতন্যর ‘আনসিন’ ভিডিও ফাঁস, কী ছিল ক্যাপশনে?

অভিনেত্রী শোভিতা ধুলিপালা এবং অভিনেতা নাগা চৈতন্যর বিয়ের এক বছর পূর্ণ হলো বৃহস্পতিবার। নিজেদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে শোভিতা তাঁদের বিয়ের একটি বিশেষ ‘আনসিন’ ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে।

প্রায় দুই বছর প্রেম করার পর, এই জনপ্রিয় জুটি গত ৪ ডিসেম্বর, ২০২৪-এ হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে তেলুগু হিন্দু প্রথায় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহবার্ষিকীতে শোভিতা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁদের বিয়ের নেপথ্যের (behind-the-scenes) ভিডিওটি পোস্ট করেন।

ক্যাপশনে তিনি লেখেন, “বাতাস সবসময় যেন ঘরের দিকেই টানে। দক্ষিণ ভারতে ফিরে, যাকে আমি স্বামী বলি, সেই মানুষটির সঙ্গে এক বছর কাটিয়ে আমি নতুন করে অনুভব করছি। মনে হচ্ছে যেন আগুনে শুদ্ধ হয়েছি। ‘মিসেস’ হিসেবে এক বছর পূর্ণ হলো!”

ভিডিয়োতে কনের সাজে থাকা শোভিতা নাগা চৈতন্য সম্পর্কে গভীর আবেগ নিয়ে কথা বলেন। তিনি বলেন, “আমি বিশ্বাস করি যে একজন মানুষ অসম্পূর্ণ এবং একজন এসে সেই শূন্যতা পূরণ করে। আমরা প্রত্যেকে নিজেদের মতো সম্পূর্ণ, তবুও তাঁর অনুপস্থিতিতে আমি পূর্ণ হব না।”

নাগা চৈতন্যও হাসিমুখে তাঁর মনের কথা প্রকাশ করেন। তিনি বলেন, “ঘুম থেকে ওঠার সময় বা ঘুমানোর সময় তাঁর চিন্তা, আমার জীবনে তিনি আছেন, এই অনুভূতিটাই খুব আরামদায়ক। এই অনুভূতি আমাকে শক্তি দেয় যে তাঁকে পাশে নিয়ে আমি যে কোনও কিছু জয় করতে পারি।”

উল্লেখ্য, নাগা চৈতন্য এর আগে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ২০১৭ সালে তাঁদের বিয়ে হলেও, ২০২১ সালে তাঁরা যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা করেন। কৌতূহলের বিষয় হলো, কয়েকদিন আগেই, ১ ডিসেম্বর, নাগা চৈতন্যর প্রাক্তন স্ত্রী সামান্থা রুথ প্রভু ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর সহ-নির্মাতা ও প্রযোজক রাজ নিদিমোরুকে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ইশা ফাউন্ডেশনে একটি মন্দিরে খুব ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছেন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy