মারপিট করে ফিরেছেন! দাঁতের সার্জারির পর কী হয়েছিল মোনালি ঠাকুরের? ২০ দিনের অনুপস্থিতির কারণ ফাঁস

বলিউড তারকারা প্রায়শই কাজের অতিরিক্ত চাপ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। এবার গায়িকা-অভিনেত্রী মোনালি ঠাকুর সোশ্যাল মিডিয়ায় ফিরে এসে তাঁর দীর্ঘদিনের অনুপস্থিতি এবং অসুস্থতার কারণ জানালেন। দুর্গাপুজোর সময় থেকেই শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন মোনালি।

নিজের অসুস্থতার কথা জানিয়ে মোনালি বলেন, “বহুদিন সোশ্যাল মিডিয়াতে আসতে পারিনি। আমার দাঁতের সার্জারি করতে হয়েছিল। সেই সময়েই একটি বড় সমস্যা তৈরি হয়। আমার হেমাটোমা (রক্ত জমাট বাঁধা) হয়ে গিয়েছিল।” মোনালি জানান, তাঁর মুখের এমন অবস্থা হয়েছিল যে যদি তিনি সোশ্যাল মিডিয়াতে আসতেন, তবে ভক্তরা হয়তো মনে করতেন তিনি “মারপিট করে ফিরে এসেছেন!” এই সময়ে তাঁকে ঘনঘন জ্বরের মোকাবিলাও করতে হয়েছে।

কাজের চাপ এবং বিদেশের ছুটি:

তবে অনুরাগীদের জন্য সুখবর, অসুস্থতা কাটিয়ে গায়িকা এখন স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। মোনালি মনে করেন, “এত বছর ধরে কাজের চাপ নিচ্ছি, সে কারণেই কিছুটা সমস্যা তৈরি হয়েছিল।” এখন তিনি ছুটি কাটাতে গিয়েছেন এবং পাশাপাশি কাজও করছেন। তিনি আশ্বাস দিয়েছেন, দ্রুতই কিছু নতুন গান নিয়ে তিনি শ্রোতাদের সামনে আসবেন।

প্লে-ব্যাক ও ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন:

সাম্প্রতিক বছরগুলোতে মোনালি অনেকটা সময় বিদেশে কাটিয়েছেন। তিনি যখন বিয়ে করেন, তখন সেই খবর আড়ালে রেখেছিলেন, পরে নিজেই তা প্রকাশ্যে আনেন। বলিউডের অন্দরে চর্চা, গত কিছুদিন ধরে নাকি তাঁর ব্যক্তিগত সম্পর্কে কিছু জটিলতা চলছে। বিয়ে ভেঙেছে কিনা, তা নিয়েও জল্পনা হয়েছে। অনুরাগীরা প্রশ্ন করছেন, এসবের কোনও প্রভাব তাঁর জীবনে পড়েছে কিনা।

বলিউডে প্লে-ব্যাক গানে মোনালির উপস্থিতি গত দু’তিন বছরে কমেছে, এমনকি বাংলা ছবিতেও তাঁর গানের সংখ্যা কম। এই পরিস্থিতিতে তিনি কীভাবে নিজের কেরিয়ারকে সাজান, সেই অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। এখন থেকে নিয়মিত ইনস্টাগ্রামে পোস্ট করার আশা দিয়েছেন মোনালি। পাশাপাশি বড়পর্দা বা ওটিটি-তে তাঁর অভিনয় দেখার অপেক্ষাতেও রয়েছেন ভক্তরা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy