মঞ্চে বোরখা পরিহিতা মহিলার পর্দা সরালেন নীতিশ কুমার, বিহারের মুখ্যমন্ত্রীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জাইরা ওয়াসিমের

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ফের একবার বিতর্কের মুখে পড়েছেন। সম্প্রতি পটনাতে আয়োজিত একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে বোরখা পরিহিত এক মহিলাকে সম্মান জানানোর সময় তাঁর মুখ থেকে কাপড় সরিয়ে দিতে দেখা যায়। মুখ্যমন্ত্রীর এই আচরণের তীব্র সমালোচনা করেছে নেটপাড়া।

আমির খানের ব্লকবাস্টার ছবি ‘দঙ্গল’ খ্যাত প্রাক্তন অভিনেত্রী জাইরা ওয়াসিম এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জাইরা তাঁর এক্স (পূর্বে টুইটার) হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর আচরণের নিন্দা করে পোস্ট করেন এবং তাঁর কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

জাইরা তাঁর পোস্টে লেখেন, “একজন মহিলার মর্যাদা এবং ভদ্রতা এমন খেলনা নয় যা নিয়ে খেলা করা যায়, বিশেষ করে কোনো পাবলিক প্ল্যাটফর্মে। একজন মুসলিম মহিলা হিসেবে, অন্য মহিলার বোরখা এত সহজে খুলে ফেলা, নির্লিপ্ত হাসির সঙ্গে দেখা অত্যন্ত বিরক্তিকর। ক্ষমতা মানে এই নয় যে আপনি আপনার সীমা অতিক্রম করতে পারেন।”

এরপরই জাইরা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে ট্যাগ করে লেখেন, “আপনার উচিত সেই মহিলার কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়া।” ওয়াসিমের এই পোস্টটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অনেকেই তাঁর প্রতিবাদকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ তাঁকে ট্রোলও করছেন।

২০১৬ সালে আমির খানের ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন জাইরা ওয়াসিম। তিনি ভারতীয় কুস্তিগীর গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন। এরপর ‘সিক্রেট সুপারস্টার’ এবং ২০১৯ সালে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর মতো সিনেমায় অভিনয় করেন।

তবে ২০১৯ সালের ৩০ জুন জাইরা ঘোষণা করেন যে তিনি অভিনয় জীবন ছেড়ে দিচ্ছেন, কারণ এটি তাঁর ধর্মীয় বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ২০২০ সালে তিনি অনুরাগীদের তাঁর ছবি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ করেন এবং চলতি বছর ১৭ অক্টোবর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy