“ভুল হলে ক্ষমা করবেন!” ‘ইক্কিস’-এর শ্যুটিং শেষে আবেগপ্রবণ ধর্মেন্দ্র, ভিডিও শেয়ার করলেন সানি দেওল

বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রর আগামী ছবি ‘ইক্কিস’ (Ikkis) ঘিরে উত্তেজনা তুঙ্গে। পরিচালক শ্রীরাম রাঘবনের এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি একটি আবেগঘন ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর ছেলে তথা অভিনেতা সানি দেওল। ভিডিওতে শ্যুটিংয়ের শেষ দিনে ধর্মেন্দ্রকে অত্যন্ত আবেগপ্রবণ অবস্থায় দেখা গেছে। তিনি বলেন, “শ্যুটিংয়ের শেষ দিন বলে মনটা বিষণ্ণ হলেও আমি খুব খুশি। কাজ করতে গিয়ে কোনো ভুল হলে আমায় ক্ষমা করবেন।” অভিনেতা আরও ইচ্ছা প্রকাশ করেন যে, ভারত ও পাকিস্তান—উভয় দেশের মানুষেরই এই ছবি দেখা উচিত।

‘ইক্কিস’ ছবিটি তৈরি হয়েছে ভারতের কনিষ্ঠতম ‘পরমবীর চক্র’ জয়ী শহীদ অরুণ খেতরপালের জীবন কাহিনী অবলম্বনে। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে মাত্র ২১ বছর বয়সে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তিনি। ছবিতে অরুণ খেতরপালের চরিত্রে অভিনয় করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। পরিচালক শ্রীরাম রাঘবন ছবিটিকে বাস্তবসম্মত রাখতে যুদ্ধের কঠিন পরিস্থিতি ও সামরিক শৃঙ্খলার ওপর জোর দিয়েছেন। বীর যোদ্ধার এই কাহিনীতে ধর্মেন্দ্রর উপস্থিতি ছবির গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy