‘ভুল গল্প পোস্ট করবেন না, আইনি ব্যবস্থা নেব’! জয় ভানুশালির সঙ্গে বিবাহবিচ্ছেদের গুজবে ক্ষুব্ধ মাহি বিজ

মুম্বইয়ের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মাহি বিজ (Mahhi Vij) তাঁর স্বামী অভিনেতা জয় ভানুশালির (Jay Bhanushali) সঙ্গে বিবাহবিচ্ছেদের গুঞ্জন নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। সম্প্রতি তাঁদের ১৪ বছরের বিবাহিত জীবনে টানাপোড়েনের ভুয়ো খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। একটি ইনস্টাগ্রাম পেজ দাবি করেছিল, জুলাই থেকে আগস্টের মধ্যে তাঁদের বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তিন সন্তানের হেফাজতের বিষয়টিও চূড়ান্ত হয়ে গেছে।

এই সমস্ত ভিত্তিহীন দাবির জবাবে মাহি তাঁর ইনস্টাগ্রাম পোস্টে মন্তব্য করেন, “ভুল গল্প পোস্ট করবেন না। আমি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব।” তিনি এই সমস্ত দাবিকে ‘ভিত্তিহীন ও মিথ্যা’ বলে উল্লেখ করেছেন এবং ভুয়ো তথ্য ছড়ানোয় কঠোরভাবে সতর্ক করে দিয়েছেন। শেষবার এই দম্পতিকে তাঁদের মেয়ে তারার জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছিল।

২. বিবেকের বড় পদক্ষেপ: ‘রামায়ণ’-এর পুরো পারিশ্রমিক দান ক্যানসার আক্রান্ত শিশুদের

অভিনেতা বিবেক ওবেরয় (Vivek Oberoi) তাঁর বহু প্রতীক্ষিত ছবি নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এ (Ramayan) রাবণের ভাই বিভীষণ চরিত্রে অভিনয় করছেন। তবে অভিনয় নয়, তাঁর একটি ব্যক্তিগত ও মানবিক সিদ্ধান্ত নজর কেড়েছে। বিবেক এই ছবির জন্য তাঁর পুরো পারিশ্রমিক ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য দান করার সিদ্ধান্ত নিয়েছেন।

এক সাক্ষাৎকারে বিবেক বলেন, “আমি প্রযোজককে জানিয়েছি, আমি এই ছবির জন্য এক টাকাও নেব না। আমি চাই এই অর্থ ক্যানসারে ভুগছে এমন শিশুদের চিকিৎসায় ব্যয় হোক।” তিনি এই প্রোজেক্টকে ভারতীয় সিনেমাকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তাঁর এই মানবিক উদ্যোগ চলচ্চিত্র জগতের বাইরেও প্রশংসিত হয়েছে।

৩. ‘অভিনয় জগৎ ছাড়ছি না’: ভুয়ো রটনা উড়িয়ে দিলেন সুরজ পাঞ্চোলি

অভিনেতা সুরজ পাঞ্চোলি (Sooraj Pancholi) বুধবার তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক সংক্ষিপ্ত বার্তায় স্পষ্ট জানিয়েছেন যে তিনি চলচ্চিত্র জগৎ থেকে সরে যাচ্ছেন — এমন খবর সম্পূর্ণ ভুয়ো।

তিনি লেখেন, “কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আমি সিনেমা ছেড়ে দিয়েছি। আমি পরিষ্কার করে জানাতে চাই — এই খবর একেবারেই মিথ্যা।” সুরজ আরও জানান, কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে তাঁর সম্পর্কে নেতিবাচকতা ছড়াচ্ছে এবং অভিনয় ছেড়ে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত তিনি নেননি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy