ভারতীয় চলচ্চিত্র জগতের এক অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় নাম, প্রয়াত অভিনেতা সতীশ শাহ। তাঁর অনবদ্য অভিনয়, রসবোধ এবং প্রাণবন্ত উপস্থিতি কোটি কোটি দর্শকের মনে আজও জীবন্ত। এবার সেই প্রিয় শিল্পীর অসামান্য অবদানকে স্বীকৃতি জানাতে এগিয়ে এল ফিল্ম টেকনিশিয়ান ও কর্মীদের সংগঠন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)।
সংগঠনটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে, যেন সতীশ শাহকে তাঁর শিল্প ও মানবিকতার প্রতি শ্রদ্ধাস্বরূপ পদ্মশ্রী পুরস্কার (মরণোত্তর) প্রদান করা হয়।
FWICE-এর চিঠিতে কী বলা হয়েছে?
FWICE-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে বলা হয়েছে:
“প্রয়াত শ্রী সতীশ শাহ ছিলেন বিরল প্রতিভাধর এক শিল্পী, যিনি তাঁর কাজের মাধ্যমে কোটি কোটি মানুষের মুখে হাসি এনে দিয়েছেন। ‘ইয়ে যো হ্যায় জিন্দেগি’, ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘জানে ভি দো ইয়ারো’, ‘ম্যায় হুঁ না’-র মতো অসংখ্য জনপ্রিয় সিনেমা ও ধারাবাহিকে নিজের অভিনয়ের মাধ্যমে তিনি অমর হয়ে থাকবেন।”
অভিনয়ের বাইরেও মানবিকতা
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে সতীশ শাহ শুধু একজন সফল অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত মানবিক ও সহৃদয় ব্যক্তি। তিনি সবসময় সহকর্মীদের উৎসাহিত করতেন এবং ফিল্ম টেকনিশিয়ান ও কর্মীদের পাশে দাঁড়াতেন। FWICE-এর কল্যাণমূলক কাজেও তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘সতীশ শাহ শুধু একজন অভিনেতা নন, তিনি এমন একজন মানুষ, যিনি চার দশকেরও বেশি সময় ধরে ভারতবাসীর মুখে হাসি এনেছেন এবং অসংখ্য নতুন শিল্পীকে অনুপ্রাণিত করেছেন।’
তাই তাঁকে পদ্মশ্রী প্রদান করা হলে সেটি শুধু এক জন শিল্পীর প্রতি শ্রদ্ধা নয়, বরং ভারতীয় বিনোদন জগতে তাঁর অমূল্য অবদানের এক উপযুক্ত স্বীকৃতি হবে। তাঁর কমেডি ও গম্ভীর উভয় চরিত্রে দক্ষতার কারণেই তিনি আজীবন দর্শকদের হৃদয়ে রয়েছেন।