বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘বৌ কথা কও’-এর (Bou Katha Kow) ‘নিখিল’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছানো অভিনেতা ঋজু বিশ্বাসকে (Riju Biswas) ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। তাঁর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অশালীন আচরণের গুরুতর অভিযোগ এনেছেন এক তরুণী মডেল।
মডেল বৃষ্টির চাঞ্চল্যকর অভিযোগ:
পেশায় মডেল বলে পরিচয় দেওয়া বৃষ্টি মণ্ডল নিজের ফেসবুক পোস্টে ঋজু বিশ্বাসের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। তাঁর দাবি:
যোগাযোগের সূত্রপাত: ঋজু বিশ্বাস প্রথমে ইনস্টাগ্রামে তাঁর বিভিন্ন পোস্টে প্রশংসা করতে শুরু করেন।
অশালীন আচরণ: এরপর হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে নেন। বৃষ্টি নম্বর দিতে রাজি হওয়ার পর, ঋজু বিশ্বাস নাকি বারবার কল করার জন্য জোর করেন।
হুমকি: বৃষ্টি না বলায় অভিনেতা রেগে যান, বাজে ভাষায় কথা বলেন এবং উল্টে বৃষ্টিকে সাইবার ক্রাইমে অভিযোগ করার হুমকি দেন।
বৃষ্টি তাঁর পোস্টে লিখেছেন, “এই মুখটা অনেকের চেনা— বাংলা সিরিয়ালের অভিনেতা ঋজু বিশ্বাস… আজ সত্যিই বিরক্ত এবং ঘৃণিত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি।”
কমেন্ট সেকশনে মুখ খুললেন আরও অনেকে:
বৃষ্টির এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, কমেন্ট সেকশনে আরও বহু মেয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করে জানিয়েছেন যে তাঁরাও নাকি ঋজু বিশ্বাসের কাছ থেকে একইরকম পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। কেউ লিখেছেন, “আমাকেও বাজে প্রস্তাব দিয়েছিল, তারপর আমি ব্লক করি।”
তদন্তের দাবি নেটিজেনদের:
যদিও অভিযোগগুলো প্রমাণিত না হওয়ায় নেটিজেনদের একাংশ বলছেন, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্টের ভিত্তিতে কারও ভাবমূর্তি নষ্ট করা উচিত নয়। বিষয়টি বিস্তারিতভাবে তদন্ত হওয়া দরকার।
তবে এই বিতর্কে অভিনেতা ঋজু বিশ্বাস আপাতত সম্পূর্ণ নীরব রয়েছেন। ফোনেও তাঁকে ধরা যায়নি। তাঁর কোনো প্রতিক্রিয়া না মেলায় কৌতূহল আরও বেড়েছে। সত্যিটা কী, সেটাই এখন জানতে উৎসুক নেটিজেনরা।