বেঙ্গল টপার পরশুরামের দাপট! কোন মেগার ভাগ্যে জুটল দ্বিতীয় স্থান? দেখুন এই সপ্তাহের টিআরপি লিস্ট

চলতি সপ্তাহেও বাংলা টেলিভিশনের টিআরপি তালিকায় একচ্ছত্র আধিপত্য বজায় রাখল ‘পরশুরাম আজকের নায়ক’। বিগত কয়েক সপ্তাহের মতো এই সপ্তাহেও ৭.৩ নম্বর নিয়ে মুকুট ধরে রেখেছে ইন্দ্রজিৎ বসু ও তৃণা সাহার জুটি। তবে লড়াই জমে উঠেছে দ্বিতীয় ও তৃতীয় স্থানের জন্য।

৭.২ নম্বর পেয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘প্রোফেসর বিদ্যা ব্যানার্জি’ এবং ‘রাঙামতী তীরন্দাজ’। অন্যদিকে, ৭.১ নম্বর পেয়ে তৃতীয় স্থানেও রয়েছে দুই মেগা— ‘ও মোর দরদিয়া’ এবং ‘পরিণীতা’। পল্লবী শর্মার ‘তারে ধরি ধরি মনে করি’ ৬.৮ নম্বর নিয়ে চতুর্থ স্থানে নিজের মাটি শক্ত করেছে। পঞ্চম স্থানে উঠে এসেছে ‘লক্ষ্মী ঝাঁপি’ (৬.৪)।

তালিকার ষষ্ঠ স্থানে ৬.০ নম্বর নিয়ে বড় চমক দিয়েছে জিতু-শিরিনের ‘চিরদিনই তুমি যে আমার’ এবং ‘আমাদের দাদামণি’। ৫.৯ নম্বর নিয়ে সপ্তম স্থানে রয়েছে ‘কম্পাস’ ও ‘বেশ করেছি প্রেম করেছি’। রাত ৯টার স্লটে হাড্ডাহাড্ডি টক্কর দিয়ে অষ্টম স্থানে রয়েছে ‘চিরসখা’ ও ‘জোয়ার ভাঁটা’ (৫.৮)। তালিকার শেষে নয় ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ‘তুই আমার হিরো’ (৫.১) এবং ‘কনে দেখা আলো’ (৫.০)।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy