বিগ বি-র নাতিকে আশীর্বাদ রেখার! রেড কার্পেটে আবেগঘন মুহূর্ত, ছবি বদলে গেল ‘ইক্কিস’-এর আবহে

মুম্বইয়ের মায়ানগরীতে সোমবার সন্ধ্যায় বসেছিল চাঁদের হাট। উপলক্ষ ছিল শ্রীরাম রাঘবন পরিচালিত বহুল প্রতীক্ষিত যুদ্ধ-নাট্যধর্মী ছবি ‘ইক্কিস’-এর প্রিমিয়ার। টিনসেল টাউনের বহু তারকার মেলা বসলেও, স্পটলাইট কেড়ে নিলেন চিরসবুজ অভিনেত্রী রেখা। সোনালি শাড়িতে মোড়া রেখার রাজকীয় উপস্থিতি যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনই তাঁর একটি বিশেষ আচরণ এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। বচ্চন পরিবারের উত্তরসূরি তথা অমিতাভ-জয়ার নাতি অগস্ত্য নন্দার প্রতি রেখার উপচে পড়া স্নেহ দেখে আপ্লুত নেটিজেনরা।

রেড কার্পেটে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে এক বিরল দৃশ্য। রেখা প্রথমে থামেন ছবির পোস্টারে থাকা কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর ছবির সামনে। হাতজোড় করে মাথা নত করে প্রবীণ সহকর্মীকে শ্রদ্ধা জানান তিনি। এরপরই তাঁর নজর যায় ২৫ বছরের তরুণ তুর্কি অগস্ত্যের দিকে। ছবির পোস্টারে অগস্ত্যের মুখে সস্নেহে হাত বুলিয়ে দেন রেখা এবং তারপর আশীর্বাদস্বরূপ একটি ‘উড়ন্ত চুম্বন’ (ফ্লাইং কিস) ছুঁড়ে দেন। বলিউডের প্রবীণ ও নবীন প্রজন্মের এই মেলবন্ধন মুহূর্তেই লাইমলাইটে চলে আসে।

উল্লেখ্য, ‘ইক্কিস’ প্রথমে বড়দিনে মুক্তি পাওয়ার কথা থাকলেও বক্স অফিসের সমীকরণ মাথায় রেখে মুক্তির দিন পিছিয়ে ১লা জানুয়ারি করা হয়েছে। নাতির এই ছবি দেখে ইতিপূর্বেই আবেগপ্রবণ হয়ে পড়েছেন অমিতাভ বচ্চন। নিজের ব্লগে বিগ বি লিখেছেন, “আবেগ বয়ে চলে… ঠিক যেমন আজ রাতে নাতির অভিনয় দেখে মনে হচ্ছে। ওর জন্ম মুহূর্তের কথা থেকে শুরু করে আজ পর্দায় ওর উজ্জ্বল উপস্থিতি— আমি চোখ সরাতে পারছি না।” একদিকে দাদুর আশীর্বাদ আর অন্যদিকে রেখার এই বিশেষ স্নেহ— দুইয়ে মিলে রুপোলি পর্দায় অগস্ত্যের অভিষেক এক অন্য মাত্রা পেয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy