বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার বয়স নিয়ে যখন নানা মুনির নানা মত, তখন প্রকাশ্যে এল তাঁর পারিবারিক জীবনের এক চমকপ্রদ আখ্যান। উইকিপিডিয়া যেখানে মালাইকার বর্তমান বয়স ৫২ বলে দাবি করছে, সেখানে সদ্য জন্মদিন পালন করে অভিনেত্রী নিজেই দাবি করেছেন, তিনি ৫০ বছরে পা দিলেন। এই বিতর্ক যখন তুঙ্গে, তখনই জানা গেল তাঁর এবং তাঁর বাবার বয়সের ব্যবধান মাত্র ১২ বছর!
কিন্তু কীভাবে সম্ভব এই সহজ অঙ্ক? এর নেপথ্যে রয়েছে অরোরা পরিবারের এক বিশেষ গল্প।
মালাইকা ও সৎ বাবার সম্পর্ক
মালাইকার যখন মাত্র ১১ বছর বয়স, তখন তাঁর মা জয়সে পলিক্র্যাপের সঙ্গে প্রথম স্বামী অনিল অরোরার (নৌবাহিনীতে কর্মরত) বিচ্ছেদ ঘটে। মালাইকার বোন অমৃতা তখন মোটে ছয় বছরের। এই বিচ্ছেদের পর মালাইকা যখন মানসিকভাবে বিধ্বস্ত, ঠিক তখনই আগমন ঘটে অনিল মেহতার।
মালয়ালি খ্রিস্টান জয়স পলিক্র্যাপ বিয়ে করেন অনিল মেহতাকে। তিনি স্ত্রীর প্রথম পক্ষের দুই ছোট মেয়ের দায়িত্ব নেন। এরপর বান্দ্রার বাড়ি ছেড়ে মালাইকা ও তাঁর বোন চেম্বুরে ‘নতুন বাবা’ অনিল মেহতার সঙ্গে থাকতে শুরু করেন। অনিল মেহতা এবং মালাইকার বয়সের ব্যবধান কম হলেও, দু’জনের মধ্যে অচিরেই গড়ে ওঠে এক স্নেহের গভীর বন্ধন। জানা যায়, ২০২৪ সালে তাঁর বাবা অনিল মেহতার বয়স ছিল মাত্র ৬২ বছর।
হৃদয়বিদারক মৃত্যু
২০২৪ সালে আচমকাই প্রয়াত হন অনিল মেহতা। সেই সময় মালাইকা পুনেতে ছিলেন। ছয় তলা থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছিল। সংবাদ মাধ্যমে এও খবর রটে, তিনি আত্মহত্যা করেছেন, যদিও এর আসল কারণ আজও সামনে আসেনি।
সৎ বাবার মৃত্যুতে মালাইকাও একটি হৃদয়বিদারক পোস্ট করেছিলেন। তিনি সেখানে স্পষ্টভাবে জানিয়েছিলেন, তাঁর বেড়ে ওঠার নেপথ্যে অনিল মেহতার ভূমিকা ঠিক কতটা ছিল। মালাইকার জীবনে এই মানুষটির অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।