বাজিমাত করল স্বল্প বাজেটের ছবি! ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’-এর আয় দেখে চমকে উঠল ইন্ডাস্ট্রি, এই রোমান্টিক থ্রিলারের ‘সিক্রেট’ কী?

দীপাবলির উৎসবে বক্সঅফিসে চলছে দুটি ভিন্ন ধারার সিনেমার জোর লড়াই। একদিকে আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) ও রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) হরর-কমেডি ‘থাম্মা’ (Thamma), অন্যদিকে হর্ষবর্ধন রানে (Harshvardhan Rane) ও সোনম বাজওয়ার (Sonam Bajwa) রোমান্টিক থ্রিলার ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’। বক্সঅফিস কালেকশনে ‘থাম্মা’ অনেকটাই এগিয়ে থাকলেও, বাজেটের তুলনায় রানের সিনেমাটি ‘কালো ঘোড়া’ হিসেবে প্রমাণিত হচ্ছে।

২ দিনে ১৬.৫০ কোটি আয়, বাজেটের দিকে নজর!
মিলাপ মিলন জাভেরি পরিচালিত এবং প্লে ডিএমএফ প্রযোজিত ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’-এর শুরুর বক্সঅফিস জার্নি বেশ ভালো।

প্রথম দিন (মঙ্গলবার): সিনেমাটির আয় হয় প্রায় ৯ কোটি টাকা।

দ্বিতীয় দিন (বুধবার): স্যাকনিল্কের প্রাথমিক অনুমান অনুযায়ী, ছবির আয় ১৫-১৭ শতাংশ কমে দাঁড়ায় ৭.৫০ কোটি টাকা।

মোট ২ দিনের আয়: প্রথম দুই দিনের শেষে ছবিটির মোট কালেকশন দাঁড়িয়েছে ১৬.৫০ কোটি টাকা।

যদিও এই কালেকশন আপাতদৃষ্টিতে কম মনে হতে পারে, কিন্তু সিনেমাটির বাজেট মাত্র ২৪ থেকে ৩০ কোটি টাকা। ফলে, মাত্র দুই দিনে বাজেটের অর্ধেকেরও বেশি অর্থ ঘরে তুলে ফেলেছে রানে-সোনমের এই ছবিটি।

কম হল পেয়েও বাজিমাত!
ইন্ডাস্ট্রি ট্র্যাকারদের তথ্য অনুযায়ী, ‘থাম্মা’ সিনেমাটি সারা ভারত জুড়ে প্রায় তিনগুণ বেশি স্ক্রিন পেয়েছে। সেই তুলনায় রানের সিনেমাটি পেয়েছে কম সংখ্যক হল। এত কম সংখ্যক হল নিয়েও এই কালেকশন প্রমাণ করে যে সিনেমাটি দর্শকদের মুখে মুখে জনপ্রিয় হচ্ছে। বিশেষ করে পূর্ব পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গে ছবিটি ভালো সাড়া ফেলেছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধারা যদি অব্যাহত থাকে, তবে ছবিটি সহজেই বাজেটের বেশি আয় করে সফল হবে। এমনটা হলে, এটি হর্ষবর্ধন রানের সবচেয়ে সফল ছবিগুলির মধ্যে একটি হয়ে উঠতে পারে। উল্লেখ্য, রানের কাল্ট হিট ‘সনম তেরি কসম’ জনপ্রিয়তা পেতে অনেক বেশি সময় নিয়েছিল এবং কয়েক বছর পরে পুনঃপ্রকাশের পর তুমুল জনপ্রিয়তা লাভ করে। এখন দেখার, এই উইকএন্ডে ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ বক্সঅফিসে সাফল্যের আর কতগুলি সিঁড়ি টপকাতে পারে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy