দেখতে দেখতে শেষের পথে 2025! নতুন বছরকে স্বাগত জানানোর এই মুহূর্তে ফিরে দেখা যাক, বিনোদন জগতে কোন তারকার জীবনে এই বছর নিয়ে এল ভালোবাসার শুভ ছোঁয়া। বলিউড, টলিউড থেকে টেলিভিশন—এই বছর খুঁজে পাওয়া গেল তাঁদের ‘মনের মানুষ’। এক নজরে দেখে নেওয়া যাক, 2025 সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়া সেই তারকাদের।
টলিউড: যাঁরা 2025 সালে সাত পাকে বাঁধা পড়লেন
শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাস: দীর্ঘদিনের প্রেমের সম্পর্ককে পূর্ণতা দিয়ে এই জুটি 19 জানুয়ারি জীবনের নতুন অধ্যায় শুরু করেন। জনপ্রিয় এই টেলি-মুখেরা নন্দিনী ভৌমিকের পৌরহিত্যে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
মল্লিকা বন্দ্যোপাধ্যায় ও রুদ্রজিৎ রায়: অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য গাঁটছড়া বাঁধলেন। গত ডিসেম্বরে আংটি বদল ও রেজিস্ট্রির পর, 25 জানুয়ারি চিকিৎসক-পরিচালক রুদ্রজিৎ রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন তিনি।
তনুশ্রী চক্রবর্তী ও সুজিত বসু: 28 নভেম্বর সকালে আচমকাই আসে এই খুশির খবর! বিদেশের মাটিতে চুপিসারে বিয়ে করেন তনুশ্রী চক্রবর্তী। আমেরিকার বাসিন্দা সুজিত বসুর সঙ্গে তাঁর বিয়ে ছিল একান্তই ব্যক্তিগত। ঐতিহ্যবাহী লেহেঙ্গা ও পান্নার গয়নায় সেজে উঠেছিলেন অভিনেত্রী, যা অনুরাগীদের অবাক করে।
অন্তরা মিত্র ও শৌর্য: বাঙালি গায়িকা অন্তরা মিত্র 25 নভেম্বর বিয়ে করেন বেঙ্গালুরুর আইটি পেশাদার শৌর্য-কে। কলকাতার একটি বিলাসবহুল হোটেলে বাঙালি রীতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।
বিহু (তমোঘ্ন মুখোপাধ্যায়) ও রোজা: অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহু ওরফে তমোঘ্ন মুখোপাধ্যায় ও তাঁর বন্ধু রোজার সামাজিক বিয়ের আসর বসে 25 নভেম্বর। তিন বছর আগেই আইনি বিয়ে সেরেছিলেন এই জুটি। বিহু বর্তমানে সঙ্গীত পরিচালক প্রীতমের টিমের সদস্য।
রূপা ভট্টাচার্য ও দেবাঙ্ক ভট্টাচার্য: 13 জুলাই ইঞ্জিনিয়ার দেবাঙ্ক ভট্টাচার্যের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী রূপা ভট্টাচার্য। অভিনয়-প্রেম থেকেই এই জুটির বন্ধুত্ব এবং তারপর প্রেম-এর সূত্রপাত।
বলিউড ও টেলিভিশন: 2025-এর চর্চিত বিবাহ
আরমান মালিক ও আশনা শ্রফ: বছর শুরুতেই গায়ক আরমান মালিক দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। 2023 সালে বাগদানের পর, চলতি বছর 2 জানুয়ারি মহাবালেশ্বরে বিবাহ সম্পন্ন হয় তাঁদের।
প্রতীক বব্বর ও প্রিয়া বন্দ্যোপাধ্যায়: 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রয়াত মা স্মিতা পাটিলের বাড়িতে অভিনেত্রী প্রিয়া বন্দ্যোপাধ্যায়কে জীবন সঙ্গী হিসাবে বেছে নেন প্রতীক বব্বর।
আদর জৈন ও আলেখা আদভানি: কাপুর পরিবারের সদস্য আদর জৈন তাঁর দীর্ঘদিনের বান্ধবী আলেখা আদভানিকে 12 ফেব্রুয়ারি গোয়ায় খ্রিস্টান রীতিতে বিয়ে করেন। 21 ফেব্রুয়ারি মুম্বইয়ে অনুষ্ঠিত হয় তাঁদের গ্র্যান্ড রিসেপশন, যেখানে পুরো কাপুর পরিবার উপস্থিত ছিলেন।
প্রাজোক্তা কোলি ও বৃশাঙ্ক খানাল: ইউটিউবার প্রাজোক্তা কোলি (‘মোস্টলিসেন’ নামে পরিচিত) 25 ফেব্রুয়ারি আইনজীবী বৃশাঙ্ক খানালকে বিয়ে করেন। 13 বছর ধরে সম্পর্কে থাকা এই দম্পতি বৃশাঙ্কের নেপালি ঐতিহ্যকে সম্মান জানিয়ে নেপালি মতে বিয়ে সারেন।
রাফতার ও মনরাজ জাওয়ান্দা: র্যাপার রাফতার 31 জানুয়ারি কেরালার তিরুবনন্তপুরমে ফ্যাশন স্টাইলিস্ট মনরাজকে দুই ধর্ম (দক্ষিণী ও শিখ) মতে বিয়ে করেন।
জাইরা ওয়াসিম: ছয় বছর আগে বলিউডকে বিদায় জানানো ‘দঙ্গল’ খ্যাত এই প্রাক্তন অভিনেত্রী 18 অক্টোবর বিয়ের খবর দিয়ে অনুরাগীদের চমকে দেন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেও, স্বামীর নাম ও মুখ তিনি প্রকাশ্যে আনেননি।
সারা খান ও ক্রিশ পাঠক: 14 বছর পর ফের একবার জীবনসঙ্গী খুঁজে পান ‘বিদাই’ খ্যাত অভিনেত্রী সারা খান। 6 অক্টোবর তাঁর থেকে তিন বছরের ছোট ক্রিশ পাঠকের সঙ্গে কোর্টে এবং পরে মুসলিম ও হিন্দু দুই ধর্ম মতে বিয়ে সারেন।
হিনা খান ও রকি জসয়ওয়াল: মারণ রোগ ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের সময় সর্বদা পাশে থাকা দীর্ঘদিনের সঙ্গী রকি জয়সওয়ালের সঙ্গে 4 জুন বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী হিনা খান।
অভিকা গৌর ও মিলিন্দ সুমন: ‘বালিকা বধূ’ খ্যাত অভিকা গৌর 30 সেপ্টেম্বর রিয়েলিটি শো ‘পতি-পত্নী অউর পাঙ্গা’-এর সেটে মিলিন্দ সুমনের সঙ্গে ন্যাশনাল টেলিভিশনে সম্প্রচারিত এক অনুষ্ঠানে বিয়ে করেন।
অশ্লেষা সাওয়ান্ত ও সন্দীপ বাসওয়ানা: 23 বছরের লিভ-ইন সম্পর্ককে পূর্ণতা দিয়ে এই দম্পতি 23 নভেম্বর বৃন্দাবনে অনাড়ম্বর বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধেন।
সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমোরু: অতীত ভুলে নতুন জীবন শুরু করলেন সামান্থা রুথ প্রভু। পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে পয়লা ডিসেম্বর, তামিলনাড়ুর কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। প্রথম দিকে ‘গুপ্ত’ থাকা এই বিয়ের খবর ছবি সামনে আসতেই ভাইরাল হয়ে যায়।