বছর শেষের উৎসবের আমেজ এখন তুঙ্গে। কেউ পাহাড় বা সমুদ্রে পাড়ি দিয়েছেন, আবার কেউ এই হাড়কাঁপানো ঠান্ডায় কম্বলের তলায় ওটিটি-তে সিনেমা দেখতেই বেশি স্বচ্ছন্দ। বিশেষ করে রণবীর সিং অভিনীত ও আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ যেভাবে বক্সঅফিসে রাজত্ব করছে, তাতে দর্শকদের মধ্যে স্পাই থ্রিলার বা গুপ্তচর ভিত্তিক সিনেমার উন্মাদনা ফের একবার উস্কে দিয়েছে। আপনিও যদি এই ঘরানার সিনেমার ভক্ত হন, তবে ওটিটি-র ভাণ্ডারে আপনার জন্য অপেক্ষা করছে দুর্দান্ত কিছু মাস্টারপিস। বারবার দেখলেও যে সিনেমাগুলো বোর করবে না, এমন ৭টি বাছাই করা স্পাই থ্রিলারের খোঁজ রইল এখানে:
বেবি (জিফাইভ): অক্ষয় কুমারের ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি। ভারতীয় গোয়েন্দা সংস্থার এক বিশেষ দলের সন্ত্রাসদমন অভিযানের টানটান গল্প এটি।
খুফিয়া (নেটফ্লিক্স): বিশাল ভরদ্বাজের এই সিনেমাটি অমর ভূষণের উপন্যাস অবলম্বনে তৈরি। টাবুর অনবদ্য অভিনয় ও রহস্যের জাল আপনাকে শেষ পর্যন্ত আটকে রাখবে।
ফ্যান্টম (প্রাইম ভিডিয়ো): ২৬/১১ মুম্বই হামলার প্রেক্ষাপটে তৈরি এই সিনেমায় সইফ আলি খান ও ক্যাটরিনা কাইফের অ্যাকশন আজও দর্শকদের প্রিয়।
মাদ্রাস ক্যাফে (নেটফ্লিক্স): সুজিত সিরকারের পরিচালনায় জন আব্রাহাম অভিনীত এই সিনেমাটি রাজনৈতিক গুপ্তচরবৃত্তির এক বাস্তবসম্মত দলিল।
রাজি (প্রাইম ভিডিয়ো): আলিয়া ভাটের কেরিয়ারের মাইলফলক। এক ভারতীয় তরুণীর পাকিস্তান গিয়ে গুপ্তচরবৃত্তির এই আবেগঘন গল্প চোখে জল আনতে বাধ্য।
নাম শাবানা (নেটফ্লিক্স): এটি ‘বেবি’ ছবির প্রিক্যুয়েল। তাপসী পান্নুর দুর্দান্ত অ্যাকশন ও একজন এজেন্টের তৈরি হওয়ার লড়াই এখানে ফুটে উঠেছে।
এক থা টাইগার (প্রাইম ভিডিয়ো): ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের শুরুটা হয়েছিল সলমন খান ও ক্যাটরিনা কাইফের এই ব্লকবাস্টার দিয়েই।