‘প্রাপ্য সম্মানটুকু’! সতীশ শাহকে মরণোত্তর পদ্মশ্রী দেওয়ার আর্জি, প্রধানমন্ত্রীকে আবেগপূর্ণ চিঠি পাঠাল FWICE

ভারতীয় বিনোদন জগতের অন্যতম দক্ষ এবং জনপ্রিয় অভিনেতা সতীশ শাহকে মরণোত্তর ‘পদ্মশ্রী’ সম্মান দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাল ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE)। ভারতের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল ইন্ডাস্ট্রির হাজার হাজার কর্মীর প্রতিনিধিত্বকারী এই সংগঠনটি মঙ্গলবার একটি আবেগপূর্ণ চিঠি পাঠিয়ে এই দাবি জানিয়েছে।

‘অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ’

FWICE তাদের চিঠিতে উল্লেখ করেছে, “অগাধ শ্রদ্ধা এবং বিনয়ের সঙ্গে আমরা… প্রধানমন্ত্রী মহাশয়ের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে প্রয়াত অভিনেতা শ্রী সতীশ শাহকে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর পদ্মশ্রী পুরস্কার প্রদান করা হোক।”

সংগঠনটি সতীশ শাহকে বর্ণনা করেছে ‘একজন বিরল প্রতিভাধর শিল্পী’ হিসাবে, যাঁর অভিনয় চার দশকেরও বেশি সময় ধরে কোটি কোটি দর্শকের মুখে হাসি, আনন্দ এবং মনে আবেগ এনে দিয়েছে।

সহকর্মী ও শিল্পের প্রতি গভীর সহানুভূতি

এফডব্লিউআইসিই জানিয়েছে, সতীশের বহুমুখী প্রতিভা, তীক্ষ্ণ রসবোধ, উদার ব্যক্তিত্ব এবং মানবিকতা তাঁকে বিনোদন জগতের অন্যতম প্রিয় মুখ করে তুলেছিল। শুধু অভিনয় নয়, সহশিল্পী, প্রযুক্তিবিদ ও পুরো ইন্ডাস্ট্রির প্রতি তাঁর গভীর সহানুভূতি এবং উৎসাহদান করার প্রবণতা নিয়ে আজও আলোচনা হয়।

চিঠিতে আরও বলা হয়েছে, “তিনি শুধু একজন অসাধারণ অভিনেতাই ছিলেন না, বরং এফডব্লিউআইসিই-এর বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচিতে তিনি উদারতা ও সৌজন্যের সঙ্গে অংশ নিয়েছিলেন। তাঁর প্রয়াণে আমাদের হৃদয়ে এক গভীর শূন্যতা সৃষ্টি হয়েছে।”

হাস্যরসের জীবন্ত পাঠশালা

সংগঠনটির মতে, এই মরণোত্তর সম্মান প্রদান করা হবে একজন শিল্পী ও মানুষ হিসাবে তাঁর অবদানের প্রতি যথাযথ শ্রদ্ধাঞ্জলি। ‘জানে ভি দো ইয়ারো’, ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘ম্যায় হুঁ না’, ‘ওম শান্তি ওম’-এর মতো কালজয়ী কাজগুলির মাধ্যমে তিনি দর্শকদের মনে অমর হয়ে আছেন। সহঅভিনেতা রত্না পাঠক শাহ, সুমিত রাঘবন এবং নির্মাতা আতীশ কাপাডিয়াও সামাজিক মাধ্যমে তাঁকে ‘হাস্যরসের এক জীবন্ত পাঠশালা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

৭৪ বছর বয়সে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি এই অভিনেতা। তাঁর প্রয়াণের পর মুম্বইয়ের বাসভবন ও পবন হান্স শ্মশানে বিনোদন জগতের বহু মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানান। তাঁর স্ত্রী, পোশাক ডিজাইনার মধু শাহ-কে রেখে গেছেন তিনি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy