ভারতীয় বিনোদন জগতের ছোটপর্দা এবং সিরিজের পরিচিত মুখ অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য এবং অভিনেতা জয়ী দেবরায় এবার প্রথমবার জুটি বাঁধছেন বড়পর্দায়। পরিচালক সায়ন বসু চৌধুরীর থ্রিলারধর্মী সিনেমা ‘কোঠা’-এর মাধ্যমেই এই নতুন জুটিকে প্রথমবার একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা যাবে। দর্শকদের থ্রিলার ঘরানার প্রতি ক্রমবর্ধমান আগ্রহকে মাথায় রেখেই বাস্তবমুখী এক টান টান গল্প বুনেছেন পরিচালক সায়ন।
‘কোঠা’-এর গল্প: মা ও মেয়ের জীবনযুদ্ধ
পরিচালক সায়ন বসু চৌধুরী এই সিনেমার গল্প প্রসঙ্গে বলেন, “এটি একটি ভিন্ন ধরণের থ্রিলার ছবি, যা বাস্তবসম্মতভাবে একজন মহিলা এবং তাঁর মেয়ের উপর বহু বছর ধরে হওয়া নির্যাতনের যাত্রাপথ তুলে ধরেছে।” তিনি জানান, দীর্ঘদিন ধরে নিজের সন্তানকে নিয়ে সবরকম অন্যায় সহ্য করার পর কীভাবে একজন মা ঘুরে দাঁড়ান এবং লড়াই করেন, তাই নিয়েই এই সিনেমা।
আসলে, ‘কোঠা’-এর মাধ্যমে পরিচালক বাস্তব সমাজের একটি অন্ধকার দিক, মেয়েদের উপর অত্যাচার, তাদের অসহনীয় যন্ত্রণা এবং শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানোর তীব্র লড়াইকেই দর্শকদের সামনে তুলে ধরতে বদ্ধপরিকর।
অভিনয় জগতে নক্ষত্র সমাবেশ
শ্রীমা ভট্টাচার্য এবং জয়ী দেবরায় ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন একগুচ্ছ প্রতিভাবান শিল্পী। পরিচালক জানান, প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে হৃষি রাজকে। এছাড়াও স্রোতস্বিনী চট্টোপাধ্যায়কে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। সিনেমায় অন্যান্য চরিত্রে রয়েছেন অশোক রায়, অধ্যায় মোহান্ত, ভারতী গঙ্গোপাধ্যায়, রিনা দাস এবং আরও অনেকে।
এর আগে পরিচালক সায়ন বসুর ‘নার্ভ’ (২০২৪), ‘হরর স্টোরিজ’ (২০২১) ও ‘কিছু না বলা কথা’ (২০১৭)-এর মতো সিনেমাগুলি দর্শকদের মন কেড়েছিল। ‘কোঠা’ খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।