নিজের ‘কোম্পানি’ দেখে মুগ্ধ নন রাম গোপাল বর্মা! রিমেক করার কারণ হিসেবে কী জানালেন পরিচালক?

বলিউডে গ্যাংস্টার ঘরানার চলচ্চিত্রের পথপ্রদর্শক হিসেবে পরিচিত পরিচালক রাম গোপাল বর্মা (আরজিভি) সম্প্রতি তাঁর বহুল প্রশংসিত ছবি ‘কোম্পানি’ (২০০২) নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। মোহনলাল, অজয় দেবগন এবং বিবেক ওবেরয় অভিনীত এই ছবিটি সম্প্রতি তিনি আবার দেখে একদমই পছন্দ করেননি বলে জানিয়েছেন।

তাঁর স্পষ্টবাদী মন্তব্যের জন্য পরিচিত আরজিভি এক সাক্ষাৎকারে জানান, যদি তাঁকে তাঁর নিজের কোনো ছবি রিমেক করার সুযোগ দেওয়া হয়, তবে তিনি ‘কোম্পানি’কেই বেছে নেবেন।

‘আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে এখন জ্ঞান অনেক গভীর’

SCREEN-কে দেওয়া সাক্ষাৎকারে রাম গোপাল বর্মা বলেন, “আমি আমার একটি ছবি রিমেক করতে চাইব। রিমেক এই অর্থে যে, আমি সেটার বিষয়বস্তু নিয়ে আবার নতুন করে ছবিটা বানাতে চাই। আর সেই ছবিটি হল ‘কোম্পানি’।”

ছবিটিকে আরও উন্নত করার কারণ ব্যাখ্যা করে পরিচালক জানান যে, ছবিটি বানানোর সময় আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে তাঁর কাছে পর্যাপ্ত জ্ঞান ছিল না। তিনি বলেন, “কারণ হলো, সাম্প্রতিক বছরগুলিতে আন্ডারওয়ার্ল্ড সম্পর্কে আমার জ্ঞান অনেক বেড়েছে। তখন অনেকটা সংবাদপত্রের শিরোনাম নিয়ে সেটাকে সিনেমায় রূপ দেওয়ার মতো ছিল।”

নিজের বর্তমান অভিজ্ঞতার নিরিখে তিনি ‘কোম্পানি’কে অতিরিক্ত ‘সারফেস-লেভেল’ বা উপরিতলের কাজ বলে মনে করেন। তিনি যোগ করেন, “আমি যদি ছবিটি আজ করি, তবে আরও অনেক গভীরে গিয়ে বানাতে পারব।”

‘সরকার’ ছবি কেন পছন্দ নয়?

আরজিভি জানান, তিনি প্রথমে নিজের ছবি দেখতেন না। কিন্তু ‘সত্য’ ছবিটি ২৫ বছর পর দেখে অনুপ্রাণিত হওয়ার পরই তিনি অন্যান্য বিখ্যাত ছবিগুলো আবার দেখা শুরু করেন।

২০০৫ সালের অমিতাভ বচ্চন অভিনীত ‘সরকার’ ছবিটিও তাঁর এখন পছন্দ নয়। তিনি এর কারণ হিসেবে জানান, সম্প্রতি তিনি মারলন ব্র্যান্ডো অভিনীত ক্ল্যাসিক ছবি ‘দ্য গডফাদার’ (১৯৭২) আবার দেখেন। এতে ‘সরকার’-এ তিনি কী বানাতে পারতেন, সেই সম্পর্কে তাঁর বোধ আরও বেড়েছে।

উল্লেখ্য, ‘কোম্পানি’ ছবিটি গ্যাংস্টার দাউদ ইব্রাহিম এবং তাঁর ডি-কোম্পানির জীবন দ্বারা অনুপ্রাণিত ছিল।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy