নাগা চৈতন্যের পর নতুন সঙ্গী! ঈশা যোগা সেন্টারে গোপনে বিয়ে সারলেন সামান্থা রুথ প্রভু, পাত্র কে?

বেশ কিছু সময় ধরে চলা জল্পনার পর এবার গুঞ্জন নয়, সরাসরি খবর! দক্ষিণী হার্টথ্রব অভিনেত্রী সামান্থা রুথ প্রভু সোমবার সকালেই দ্বিতীয়বার বিয়ে করেছেন। পাত্র হলেন জনপ্রিয় নির্মাতা রাজ নিদিমোরু, যিনি ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের সহ-পরিচালক। জানা গেছে, কোয়েম্বাটুরে সদ্‌গুরু প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে তাঁদের বিয়ের আসর বসেছিল।

ব্যক্তিগত পরিসরের আয়োজন:
সূত্র মারফত জানা গিয়েছে, সামান্থা ও রাজ সম্পূর্ণ ব্যক্তিগত পরিবেশে বিয়ে সেরেছেন। এই অনুষ্ঠানে মাত্র ৩০ জন অতিথি উপস্থিত ছিলেন। মন্দিরের আধ্যাত্মিক পরিবেশ ও ঐতিহ্যবাহী রীতির সঙ্গে মিল রেখে সামান্থা বিয়ের সময় লাল রঙের শাড়ি পরেছিলেন এবং সব আনুষ্ঠানিকতা মন্দিরের নিয়ম মেনেই সম্পন্ন করা হয়।

জল্পনা ও বিতর্ক:
রবিবার রাত থেকেই সামান্থার বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। এই জল্পনার কারণ ছিল রাজ নিদিমোরুর প্রাক্তন স্ত্রী শ্যামলী দে-র একটি রহস্যময় ইনস্টাগ্রাম স্টোরি। তিনি লিখেছিলেন, ‘Desperate people do desperate things’ অর্থাৎ ‘অত্যধিক মরিয়া মানুষ মরিয়া কাজই করে।’ নেটিজেনরা শ্যামলীর এই পোস্টটিকে সামান্থা ও রাজের বিয়ের সঙ্গে জুড়ে দিয়ে নতুন করে আলোচনা শুরু করেন। রাজ ও শ্যামলীর বিবাহবিচ্ছেদ হয়েছিল ২০২২ সালে।

উল্লেখ্য, সামান্থা ও রাজ একসঙ্গে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২ এবং ‘সিটাডেল: হানি মনি’ প্রজেক্টে কাজ করেছেন। যদিও সম্পর্ক নিয়ে তাঁরা কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। তবে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, তাঁরা শীঘ্রই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেন।

২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে সামান্থার বিয়ে হয়েছিল এবং ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘ মানসিক যন্ত্রণা কাটিয়ে অভিনেত্রী জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন। এই খবর ছড়াতেই অনুরাগীরা বেশ খুশি।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy