‘ধুরন্ধর’-এর রহমান ডাকাইত হতে রাজি ছিলেন না অক্ষয়! নেপথ্যে কী কারণ? ফাঁস করলেন ডিজাইনার

গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত ছবি ‘ধুরন্ধর’ (Dhurandhar)। ছবিতে ‘রহমান ডাকাইত’-এর চরিত্রে অক্ষয় খান্নার (Akshaye Khanna) শক্তিশালী অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তবে এই আইকনিক লুক তৈরি করা ছিল এক বড় চ্যালেঞ্জ। ছবির কস্টিউম ডিজাইনার স্মৃতি চৌহান সম্প্রতি জানিয়েছেন, শুরুতে এই চরিত্রের পোশাক নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না অক্ষয়।

কেন বেঁকে বসেছিলেন অক্ষয়? ডিজাইনারের মতে, অক্ষয় চেয়েছিলেন চরিত্রের বিবর্তন যেন তাঁর পোশাকেও ফুটে ওঠে। তিনি বারবার মনে করিয়ে দিতেন যে রহমান আদতে একজন ‘রাস্তার ছেলে’। তাই অতিরিক্ত জাঁকজমকপূর্ণ পোশাকের বদলে শুরুতে কুর্তা-জিন্স এবং লিনেন ব্যবহারের ওপর জোর দেন অভিনেতা। পরবর্তীতে যখন চরিত্রে আভিজাত্য আসে, তখন সিল্ক-উলের পাঠানি স্যুটের ব্যবহার করা হয়।

শের-ই-বালুচ লুকের রহস্য: স্মৃতি জানান, বালুচি সংস্কৃতির ছোঁয়া রাখতে একটি বিশেষ দৃশ্যে সব ড্যান্সারদের সাদা পোশাক পরানো হয় এবং তাদের মাঝে অক্ষয়কে আলাদা করে ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয় ‘কুচকুচে কালো’ পাঠানি। অক্ষয়ের এই খুঁতখুঁতে স্বভাব এবং ডিটেইলসের প্রতি নজরই ‘রহমান ডাকাইত’ চরিত্রটিকে জীবন্ত করে তুলেছে।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy