তৃণার সঙ্গে গভীর রাত পর্যন্ত পার্টিতে আরিয়ান! ‘শাহরুখ পুত্র এত বিনয়ী, বিশ্বাস হত না!’ কলকাতায় কী কাণ্ড ঘটল?

কলকাতায় সদ্য অনুষ্ঠিত একটি হাই-প্রোফাইল পার্টিতে শহরের নামী ব্যক্তিত্বদের সঙ্গে দেখা গেল শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে। সেই পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী তৃণা সাহাও। ইনস্টাগ্রামে আগেই ইঙ্গিত দেওয়া তৃণা, পার্টি শেষে আরিয়ানের সঙ্গে তাঁর ছবি এবং কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

এক সাক্ষাৎকারে পার্টিতে আরিয়ানের সঙ্গে তাঁর অভিজ্ঞতার কথা জানান তৃণা সাহা। তিনি বলেন, “আমি প্রায় রাত তিনটে পর্যন্ত পার্টি করেছি। তারপর আমাকে শ্যুটিংয়ের জন্য বেরোতে হয়। আরিয়ান তাঁর বন্ধুদের বলেছিলেন, যাতে আমাকে তাড়াতাড়ি বেরোতে দেওয়া হয়, কারণ আমার শ্যুটিং আছে।”

বিনয়ী আরিয়ান, মুগ্ধ তৃণা:

শাহরুখ পুত্র আরিয়ানের ব্যবহার দেখে মুগ্ধ তৃণা। তিনি বলেন, আরিয়ান যে এত বিনয়ী, তা কাছ থেকে না দেখলে বিশ্বাস করা কঠিন ছিল। তৃণার কথায়, “ওঁর মতো সফল, কিন্তু এত বিনয়ী—সামনে দাঁড়িয়ে থাকলে বোঝা মুশকিল যে ও এত বড় পরিবারের ছেলে।”

আরিয়ান তাঁর ছোটবেলার এক বন্ধুর সঙ্গে পার্টিতে এসেছিলেন এবং তৃণার সঙ্গে আলাপ করিয়ে দেন। আরিয়ান তৃনাকে জানান, তিনি প্রায়শই কলকাতায় আসেন।

কেকেআর-এর খুঁটিনাটি তাঁর নখদর্পণে:

তৃণা আরিয়ান প্রসঙ্গে বলেন, “কেকেআর নিয়ে যাবতীয় কিছু ওঁর মাথায় থাকে। আরিয়ানের বক্তব্য ছিল, শাহরুখ খানের মতো অতটা ব্যস্ত নয় সে, তাই কেকেআর-এর সব কিছু মাথায় রাখতে পারে।” আরিয়ানের এই মনোযোগ দেখে তৃণা আরও বলেন, পার্টিতে কে কী খেতে চায়, সেটাও আরিয়ানকে জিজ্ঞাসা করতে দেখা গিয়েছে।

পার্টিতে উপস্থিত প্রায় সকলে আরিয়ানের সঙ্গে সেলফি তুলতে চাইছিলেন। তৃণা জানান, আরিয়ানের ছবি তোলায় কোনো আপত্তি ছিল না। এমনকি আফটার পার্টির সময় আরিয়ানের ম্যানেজার তাঁকে ছবি তুলতে বারণ করলেও, আরিয়ান সকলের সঙ্গে হাসি মুখে ছবি তুলেছেন। তাঁর এই অমায়িক ব্যবহার সত্যিই উল্লেখ করার মতো, মন্তব্য করেন তৃণা সাহা।

Related Posts

© 2025 Tips24 - WordPress Theme by WPEnjoy